Monday, August 25, 2025

লোকসভা নির্বাচন ২০২৪: বিজেপির দাবিকে ফুৎকারে উড়িয়ে ফিরহাদের চ্যালেঞ্জ- ”শূন্য পাবে বিজেপি”

Date:

Share post:

২৪শে ২৫ পার- এই দাবি করছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)। শনিবার, সাংবাদিক বৈঠকে সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি শূন্য পাবে।

গত বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল- আব কি বার, দোশো পার। সেই দম্ভ ধূলিসাৎ হয়েছে। একশোর গণ্ডি পেরতে পারেনি পদ্ম শিবির। এবার ২৪শের লোকসভা নির্বাচনে বিজেপি ২৫ আসন পাবে বলে দলের কর্মীদের ভোকাল টনিক দেওয়া চেষ্টা করছেন রাজ্য সভাপতি। তাঁর সেই মন্তব্যকেই তীব্র কটাক্ষ করেন ফিরহাদ। বলেন, বিধানসভা নির্বাচনেও বিজেপির দাবিকে উড়িয়ে দিয়েছিল বাংলার মানুষ। একশোও পেরতে পারেনি তারা। এবার লোকসভায় দু-একটা আসন পেতেও পারে। তবে, তৃণমূলের লক্ষ্যে বিজেপি-কে বাংলায় শূন্য করা। এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে কলকাতার মেয়র বলেন, “সুকান্ত বাবু লিখে দিন, যদি বিজেপি ২৫টা আসন না পায় তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। আর কান ধরে ওঠবোস করবেন।“ ফিরহাদের কথায়, “এবার বিজেপি শূন্য পাবে লিখে রাখুন।“ আগের বার ধুঁয়ো তুলে কয়েকটি আসন পেলেও, এবার বিজেপির ভরাডুবি হবে। কারণ, গত লোকসভা বা বিধানসভা নির্বাচনে যাঁরা বিজেপি-তে ছিলেন সেই নেতারা অনেকই এখন দলবদলে শাসকদল। সেই কারণে এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে শূন্য করে দেওয়াই লক্ষ্য তৃণমূলের।


spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...