করোনা (Corona) নিয়ে নিশ্চিন্তে থাকার কোন উপায় নেই। সংক্রমিতের হার যেভাবে বাড়ছে তাতে চতুর্থ ঢেউ নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল মুক্তি পাবার কোন উপায় নেই। গত কয়েকদিন ধরে ১৭ হাজারেরও বেশি করোনা ভাইরাসের (Corona) দৈনিক সংক্রমণ।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। তবে চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগের সংখ্যা। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫৬৮। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। দেশে এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮ জনের।

দেশের নিরিখে রাজ্যের করোনা গ্রাফ নিয়ে বাড়ছে চিন্তা। একদিনে বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৯ জন। চিকিৎসকরা করোনা পরীক্ষায় জোর দেওয়ার পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার কথাও বলছেন।
