Saturday, January 10, 2026

২০২৪-এ বিজেপিকে প্রত্যাখ্যানের ভোট: এক তিরে মোদি থেকে ধনকড়কে বিঁধলেন মমতা

Date:

Share post:

২০২৪-এর নির্বাচন বিজেপিকে প্রত্যাখ্যানের ভোট, প্রতিবাদের ভোট- সোমবার, ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর মঞ্চে আগামী লোকসভা নির্বাচন সম্পর্কে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক তিরে মোদি থেকে ধনকড়কে বিঁধলেন মমতা।

প্রতিহিংসাপরায়ণ মোদি সরকার

মমতা বলেন, এমন প্রতিহিংসাপরায়ণ সরকার আগে দেখা যায়নি। আগামী নির্বাচনে জনতাই বিজেপিকে (BJP) গণতান্ত্রিক উপায়ে বুলডোজ করবে। তীব্র আক্রমণ করে তিনি বলেন, “আমি অনেক সরকার দেখেছি। নরসীমা রাও, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং-একাধিক প্রধানমন্ত্রীর সরকারে কাজ করেছি। দেখেছি। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি। কিন্তু এরকম প্রতিহিংসামূলক শাসন দেখিনি। ইডি, সিবিআই, টাকা দিয়ে সরকার ফেলে দিচ্ছে।“ মমতার কথায়, আগামী লোকসভা নির্বাচন প্রতিবাদের ভোট। বিজেপি-কে প্রত্যাখ্যান করার ভোট। দেশের অর্থনীতি নিয়ে নরেন্দ্র মোদিকে নিশানা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে। দাম বাড়ছে লাফিয়ে। বহু মানুষের চাকরি নেই।

পিএম কেয়ার ফান্ড
পিএম কেয়ার ফান্ড নিয়ে তোপ দাগেন মমতা। বলেন, কোথা থেকে সেই টাকা এল কেউ জানে না। কোনও হিসেবে নেই। “অসমে মহারাষ্ট্রের বিধায়কদের লাক্সারি হোটেলে রাখার টাকা কোথায় পান?” প্রশ্ন তোলেন মমতা।

বড় পদে আগ্রহ নেই
“আমার কোনও আগ্রহ নেই কোন বড় পদের জন্য। আমি সে জন্য় করি না। আমরা স্যাক্রিফাইস করি। আমি কোনও কিছুর জন্যই আগ্রহী নই। আমার দেশ যাতে বাঁচে। উন্নত হয়। মহিলাদের কর্মসংস্থান। কৃষক, শ্রমিক যাতে হাসেন।“ ২০২৪-এর লোকসভা নির্বাচনে সারা দেশে বিরোধী জোটের নেতা হিসেবে মমতার নাম সামনে আসা প্রসঙ্গে এই মন্তব্য করলেন তিনি।

অগ্নিপথ নিয়ে কেন্দ্রকে তোপ
অগ্নিপথ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, “কেন অগ্নিপথ নাম দেওয়া হবে। ভারতীয় সেনা নিয়ে এটা হলে, কেন সেটা দিয়ে নাম হবে না। তুমি নিজেকে খুব চালাক মনে কর? বাকিদের খুব বোকা মনে কর? নতুন কাউকে নিয়োগ করা হচ্ছে না। অগ্নিপথ প্রকল্পে ৪ বছরের জন্য নেওয়া হচ্ছে। তার মধ্যে ৪ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে কী হবে? তখন সেখানে লেখা থাকবে। এবার রাজ্য সরকারে তাঁদের চাকরি দিন। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে অগ্নিপথ, আর তার ৪ বছরের পরে বিদায়পথ। টাটা বাই বাই পথ।” রেলের প্রচুর পদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন দফতরের একাধিক পদও বিলুপ্ত করে দেওয়া হয়েছে।

আচার্য বিল নিয়ে তোপ
আচার্য বিল নিয়ে নরেন্দ্র মোদি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বিল ইতিমধ্যেই পাশ করেছে মহারাষ্ট্র সরকার। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন পাশ করেছিলেন নরেন্দ্র মোদি। “তিনি করলে ভুল নয়। আমরা করলেই ভুল।“

নিশানায় ধনকড়
একই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও কটাক্ষ করলেন। তাঁর কথায়, “নির্বাচিত সরকারের সঙ্গে দাসের মতো আচরণ করছেন রাজ্যপাল।“ মমতা বলেন, বিরোধী বিজেপি বিধায়করা রাজভবনে গিয়ে নালিশ করেছেন। মুখ্যমন্ত্রী জানান,’রাজভবনে বসে প্রতিদিন কোনও না বিষয় নিয়ে রাজ্যকে নিশানা করছেন রাজ্য়পাল।


spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...