১) শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের পর একদিনের সিরিজও নিজেদের দখলে রাখল ভারতের মহিলা দল। সোমবার লঙ্কানদের ১০ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল।

২) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন যশপ্রীত বুমরাহ । ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে বুমরাই হলেন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি। এই সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা হয়েছে ২১।

৩) একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ঋষভ পন্থ । দু’ইনিংস মিলিয়ে তাঁর মোট রান দাঁড়ায় ২০৩। আর এখানে ৬৯ বছরের রেকর্ড ভেঙে দেন তিনি। ভারতের কিপার-ব্যাটার হিসাবে এক টেস্টে এশিয়ার বাইরে সবথেকে বেশি রান করার রেকর্ডের মালিক হলেন পন্থ।

৪) উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন নেদারল্যান্ডসের ওয়াইল্ড কার্ড টিম ভ্যান রিথোভেনকে। ম্যাচের ফলাফল ৬-২, ৪-৬, ৬-১, ৬-২।

৫) ‘সিনিয়ররা আমাকে দিয়ে শরীর ম্যাসাজ করাত’, র্যাগিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দ্যুতি চাঁদ। যদিও দ্যুতির এই অভিযোগের এখনও ভুবনেশ্বরের স্পোর্টস হোস্টেলের কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন:Today market price : আজকের বাজার দর
