Tuesday, December 30, 2025

বৃক্ষস্বজন: বেঙ্গল শেল্টারের উদ্যোগে রাজ্যের ৮ জায়গা থেকে সবুজের অভিযান

Date:

Share post:

একটি গাছ, একটি প্রাণ- কথাটা শুধু পোস্টারে নয়, কেউ কেউ প্রকৃতির মাঝে যাপন করেন। তেমনই বেঙ্গল শেল্টারের কর্ণধার, উদ্যোগপতি সাহিত্যিক, সঙ্গীতপ্রেমী, সমাজসেবী সমর নাগ (Samar Nag)। গাছের সমারোহের জন্যেই সল্টলেকে (Saltlake) তাঁর বাড়ি ‘দোতারা’-র ডাক নাম হয়েছে ‘গাছবাড়ি’। গাছ লাগানোর উপযোগিতা সবার মধ্যে ছড়িয়ে দিতে বেঙ্গল শেল্টারের উদ্যোগে শান্তিনিকেতনের ‘বনরুপা নার্সারি’-র সহয়োগিতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘বৃক্ষস্বজন‘। এদিন সকালে সমর নাগের মা সাতানব্বই বছরের জ্যোতির্ময়ী নাগ (Jyotirmoyee Nag) প্রথম গাছটি তুলে দেন এক বৃক্ষপ্রেমীর হাতে।

সকাল থেকে গাছ নিতে লাইন পড়ে গিয়েছিল গাছবাড়ির সামনে। তবে, গাছ নিয়ে তাকে আত্মীয়ের মতো, স্বজনের মতো ভালবাসতে হবে, যত্ন করতে হবে- এটাই শর্ত এই উদ্যোগের মূল কর্ণধার সমর নাগের।

এদিন সল্টলেক ও সেক্টর ফাইভ-এ বিনামূল্য গাছ বিলি করা হচ্ছে। এছাড়াও শান্তিনিকেতন, গড়িয়া-সহ রাজ্যের মোট আট জায়গায় এই সবুজায়ন অভিযান চলবে। আগে এলে, আগে সুযোগ- এই ভিত্তিতে আম, জাম, কাঁঠাল, লিচু, গোলাপজাম, কামরাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের গাছ, জবা, রঙ্গন, কামিনী, হাসনুহেনা, স্থলপদ্ম থেকে শুরু করে বিভিন্ন ফুলের গাছ ও মেহগিনি, দেবদারু চন্দন-সহ বিভিন্ন বৃক্ষ দেওয়া হচ্ছে।

এই গাছ ভালবাসা নাগ পরিবারের প্রজন্মের পরে প্রজন্ম এগিয়ে চলেছে। যেমন, গাছ নিয়ে যত্নশীল নবতিপর জ্যোতির্ময়ী নাগ , তেমনই উৎসাহী এই প্রজন্মের শমিতা ও সমুদ্রনীল নাগ। লেখাপড়া সামলেও গাছের পরিচর্যায় মন দেন তাঁরা। এমনকী, বিশেষ দিনে বন্ধুদের উপহারও দেন গাছ।

সমর নাগের কথায়, তাঁর বৃক্ষ প্রেমের উৎস তাঁর মায়ের থেকে। রান্না করতে করতে খুন্তি হাতেও অনেক সময় তিনি গাছের পরিচর্যা করতেন। পুত্র-নাতি-নাতনিদের মধ্যে সবুজের অভিযানের এই উৎসাহ দেখে নিশ্চিন্ত জ্যোতির্ময়ী দেবী। আগামী দিন সবুজ-বিপ্লব ছড়িয়ে পড়বে সকলে মধ্যে। তাঁর এই আশা সত্যি করেই অনেক অফিস যাত্রী দাঁড়িয়ে পড়েন গাছ নেওয়ার লাইনে। আর এভাবেই গাছ মানুষের স্বজন হয়ে উঠবে আশা নাগ পরিবারের।

 

 

 

spot_img

Related articles

তৃণমূলের দাবিতে সায় কমিশনের! আরও মানবিক হওয়ার আবেদন অভিষেকের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার শুনানি ঘিরে তৃণমূল কংগ্রেসের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। বয়স্ক,...

বাংলার রেল কাজে ঢিলেমি! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বাংলায় রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে এক সরকারি...

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...