Saturday, November 15, 2025

বৃক্ষস্বজন: বেঙ্গল শেল্টারের উদ্যোগে রাজ্যের ৮ জায়গা থেকে সবুজের অভিযান

Date:

Share post:

একটি গাছ, একটি প্রাণ- কথাটা শুধু পোস্টারে নয়, কেউ কেউ প্রকৃতির মাঝে যাপন করেন। তেমনই বেঙ্গল শেল্টারের কর্ণধার, উদ্যোগপতি সাহিত্যিক, সঙ্গীতপ্রেমী, সমাজসেবী সমর নাগ (Samar Nag)। গাছের সমারোহের জন্যেই সল্টলেকে (Saltlake) তাঁর বাড়ি ‘দোতারা’-র ডাক নাম হয়েছে ‘গাছবাড়ি’। গাছ লাগানোর উপযোগিতা সবার মধ্যে ছড়িয়ে দিতে বেঙ্গল শেল্টারের উদ্যোগে শান্তিনিকেতনের ‘বনরুপা নার্সারি’-র সহয়োগিতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘বৃক্ষস্বজন‘। এদিন সকালে সমর নাগের মা সাতানব্বই বছরের জ্যোতির্ময়ী নাগ (Jyotirmoyee Nag) প্রথম গাছটি তুলে দেন এক বৃক্ষপ্রেমীর হাতে।

সকাল থেকে গাছ নিতে লাইন পড়ে গিয়েছিল গাছবাড়ির সামনে। তবে, গাছ নিয়ে তাকে আত্মীয়ের মতো, স্বজনের মতো ভালবাসতে হবে, যত্ন করতে হবে- এটাই শর্ত এই উদ্যোগের মূল কর্ণধার সমর নাগের।

এদিন সল্টলেক ও সেক্টর ফাইভ-এ বিনামূল্য গাছ বিলি করা হচ্ছে। এছাড়াও শান্তিনিকেতন, গড়িয়া-সহ রাজ্যের মোট আট জায়গায় এই সবুজায়ন অভিযান চলবে। আগে এলে, আগে সুযোগ- এই ভিত্তিতে আম, জাম, কাঁঠাল, লিচু, গোলাপজাম, কামরাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের গাছ, জবা, রঙ্গন, কামিনী, হাসনুহেনা, স্থলপদ্ম থেকে শুরু করে বিভিন্ন ফুলের গাছ ও মেহগিনি, দেবদারু চন্দন-সহ বিভিন্ন বৃক্ষ দেওয়া হচ্ছে।

এই গাছ ভালবাসা নাগ পরিবারের প্রজন্মের পরে প্রজন্ম এগিয়ে চলেছে। যেমন, গাছ নিয়ে যত্নশীল নবতিপর জ্যোতির্ময়ী নাগ , তেমনই উৎসাহী এই প্রজন্মের শমিতা ও সমুদ্রনীল নাগ। লেখাপড়া সামলেও গাছের পরিচর্যায় মন দেন তাঁরা। এমনকী, বিশেষ দিনে বন্ধুদের উপহারও দেন গাছ।

সমর নাগের কথায়, তাঁর বৃক্ষ প্রেমের উৎস তাঁর মায়ের থেকে। রান্না করতে করতে খুন্তি হাতেও অনেক সময় তিনি গাছের পরিচর্যা করতেন। পুত্র-নাতি-নাতনিদের মধ্যে সবুজের অভিযানের এই উৎসাহ দেখে নিশ্চিন্ত জ্যোতির্ময়ী দেবী। আগামী দিন সবুজ-বিপ্লব ছড়িয়ে পড়বে সকলে মধ্যে। তাঁর এই আশা সত্যি করেই অনেক অফিস যাত্রী দাঁড়িয়ে পড়েন গাছ নেওয়ার লাইনে। আর এভাবেই গাছ মানুষের স্বজন হয়ে উঠবে আশা নাগ পরিবারের।

 

 

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...