Monday, January 12, 2026

রূপা-কুণাল সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা! কবে ফুল বদল করছেন “দ্রৌপদী”?

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচন, তারপর কলকাতা পুরসভা ভোটের (Kolkata Municipal Election) সময় রাজ্য বিজেপির (BJP) নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে (Rupa Ganguly)। কলকাতা পুরসভা ভোটের সময় বিজেপির অন্তর্দ্বন্দ্ব যখন চরমে ছিল সেই সময় বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন রূপা। সেখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ আগে রূপার ফেসবুক পোস্টকে ঘিরে জোর জল্পনা শুরু হয়। বিশেষ করে যখন দলের প্রতি অভিমানী তিনি। যেখানে তিনি লিখেছিলেন, “রাজনীতিতে আসা মানেই যে অযথা সময় নষ্ট করা তা আগে জানা ছিল না।’’ তাহলে কী সত্যি সত্যিই রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন রূপা গঙ্গোপাধ্যায়! নাকি তিনি বিজেপি ছাড়ছেন! এই জল্পনার মাঝেই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে রূপার একটি সাক্ষাতের ছবি মঙ্গলবার প্রকাশ্যে চলে আসে। নতুন করে রূপার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয় চর্চা।

ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় আর কুণাল ঘোষের একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখ। এ বিষয়ে কোনও পক্ষই খোলসা করে কিছু না বললেও তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। সেখানে রাজনৈতিক আলোচনাও হয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও কুণাল ঘোষ জানিয়েছেন, একটি অনুষ্ঠানে দেখা হয়ে গিয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। নেহাতই সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক হবে না। যদিও কুণালের এমন বক্তব্যের পরও জল্পনা কিন্তু কমছে না। প্রশ্ন উঠছেই, “তাহলে কি এবার ফুলবদল করছেন রূপা?”

উল্লেখ্য, ২০১৫ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন মহাভারতের দৌপ্রদী খ্যাত অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালে বিধানসভা ভোটে হেরে গেলেও তাঁকে বিজেপি থেকে রাজ্যসভার সংসদ মনোনীত করা হয়। এর পাশাপাশি তিনি রাজ্য এবং কেন্দ্র বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। রাজ্য বিজেপির মহিলা মোর্চার অন্যতম মুখ ছিলেন রূপা।

 



spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...