Wednesday, January 14, 2026

শুরু হল ভারত – নেপাল আন্তর্জাতিক বাস পরিষেবা, যাতায়াতে লাগবে সচিত্র পরিচয়পত্র 

Date:

Share post:

মাত্র ১৬ ঘণ্টা, আর এর মধ্যেই শিলিগুড়ি (Siliguri) থেকে আপনি সোজা পৌঁছে যাবেন কাঠমান্ডুতে (Kathnandu)। মানে ভারত (India) থেকে সোজা নেপালে (Nepal)। পূর্ব ঘোষণা মতোই শিলিগুড়ি কাঠমান্ডু ব্যস পরিষেবা চালু হল আজ থেকে। এ দিন শিলিগুড়িতে বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাসে করে যেতে গেলে সময় লাগবে মাত্র ১৬ ঘন্টা । তবে আপনাকে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয় পত্র (Identity Card)। এই দিন বাস পরিষেবার উদ্বোধন করে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আগামী দিনে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শিলিগুড়ি- ঢাকা বাস পরিষেবা শুরু হবে৷ সেই নিয়েও ভাবনা চিন্তা করছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে আপাতত শিলিগুড়ির তেনজিং নোড়গে বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এই এসি ভলভো বাস৷ সপ্তাহে তিন দিন ছাড়বে শিলিগুড়ি থেকে আর তিন দিন কাঠমান্ডু থেকে। শিলিগুড়ি থেকে সোম, বুধ এবং শুক্রবার ছাড়বে বাস৷ কাঠমান্ডু থেকে ছাড়বে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার৷ কাঠমান্ডুর সঙ্গে বাস পরিষেবা শুরু হওয়ায় পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে শিলিগুড়ি থেকে ছেড়ে পানিট্যাঙ্কি-কাঁকড়াভিটা, কোশি, লালগড়, ধাড়কে হয়ে কাঠমান্ডু পৌঁঁছবে বাস৷ শিলিগুড়ি থেকে বিকেল তিনটেয় রওনা দিয়ে পরের দিন সকাল সাতটায় কাঠমান্ডু পৌঁছবে। যাত্রাপথে যাত্রীদের চা পান বা খাবারের জন্য কোশি, লালগড় এবং ধাড়কেতে থামবে বাস৷ এই বাসে চড়তে গেলে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয় পত্র। ভারতীয় যাত্রীদের আধার কার্ড এবং প্যান কার্ড রাখতে হবে। নেপালের নাগরিকদের ক্ষেত্রেও সেই দেশের সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক৷ বিদেশীদের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা রাখা আবশ্যিক ৷ ৪১টি আসন বিশিষ্ট এই বাস চালু হওয়ায় দুই দেশের যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...