Sunday, November 9, 2025

বিদ্যুৎ সরবরাহের সামগ্রিক পর্যালোচনার নির্দেশ রাজ্যের, মিটার বক্স নির্দিষ্ট উচ্চতায় লাগানোর পরিকল্পনা

Date:

Share post:

রাজ্যে পর পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোর সামগ্রিক পর্যালোচনার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার, বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi), বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), বিদ্যুৎ দফতর, কলকাতা পুরসভা ও সিইএসসি (CESC) কর্তৃপক্ষ। বিদ্যুৎমন্ত্রী বলেন, কিছু মানুষের গাফিলতির জন্য এ ধরণের ঘটনা ঘটছে যা কখনওই মেনে নেওয়া হবে না। এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা দিনরাত রাস্তায় নেমে কাজ করছেন। কলকাতায় সিইএসসি ও পুরসভা এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের এলাকায় ওই সংস্থার কর্মীদের নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, বিপজ্জনক বিদ্যুতের খুঁটি, খোলা তার ইত্যাদি চিহ্নিত করতে পুলিশ ও বিদ্যুৎ দফতরকে নিয়মিত যৌথ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারিতে কোনওরকম গাফিলতি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় হুকিং আটকাতে বিদ্যুৎ দফতর ও পুলিশকে অতর্কিতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যথাযথ আছে কি না কলকাতা পুরসভাকেও তা দ্বায়িত্ব নিয়ে দেখতে হবে বলে মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দেন।

ল্যাম্পপোস্ট থেকেই মূলত একাধিক জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই পুরনো আলোগুলি ঠিকমতো রয়েছে কি না- তার নজরদারি চালানো প্রয়োজন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটার বক্স একটি নির্দিষ্ট উচ্চতায় লাগানোর জন্য দমকল ও বিদ্যুৎ দফতর একটি গাইডলাইন দেবে বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...