Thursday, November 13, 2025

সেফ ড্রাইভ সেভ লাইফ: ৬ বছর পূর্তিতে সচেতনতার বার্তা মমতা-অভিষেকের

Date:

Share post:

পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ২০১৬ সালে আজকের দিনে সেফ ড্রাইভ সেভ লাইফ(Safe Drive Save Life) প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই সচেতনতা মূলক উদ্যোগের ৬ বছর পূর্তিতে রাজ্যবাসীকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প প্রসঙ্গে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ দিবস। এই কর্মসূচীর উদ্দেশ্য ছিল মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা মানুষকে নিরাপদভাবে গাড়ি চালাতে উদ্ধুব্ধ করা। এবং প্রত্যেকের জন্য রাস্তাকে নিরাপদ করে তোলা।” মুখ্যমন্ত্রীর এই পোস্টে কমেন্ট করেছেন বহু মানুষ। কেউ কেউ লিখেছেন, রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের ফলে দুর্ঘটনার হার অনেকটা কমেছে। প্রচুর মানুষ সচেতন হয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সচেতনতার বার্তা দিয়ে একটি পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে অভিষেক লেখেন, আজকের দিনে আমরা মানুষের পথ নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। পথ নিরাপত্তার এই উদ্যোগ আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনেও।

উল্লেখ্য, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা মূলক প্রচার। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল, পথ দুর্ঘটনার স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান, মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা, ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার উন্নতি করা। এই প্রকল্পে সচেতনতার অগ্রগতিতে মুখ্য ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গ পুলিশ ও পরিবহন দপ্তর।


spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...