Friday, January 9, 2026

টুইটার কেনার চুক্তি বাতিল এলন মাস্কের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি সংস্থার

Date:

Share post:

টুইটার(Twitter) কেনার সিদ্ধান্ত থেকে পিছু হঠলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক(Elon Mask)। ৪,৪০০ কোটি ডলারের টুইটার কেনার চুক্তি বাতিল করেছেন টেসলার মালিক। তাঁর এহেন সিদ্ধান্তে মাস্কের থেকে ক্ষতিপুরণ আদায়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে টুইটার সংস্থার তরফে।

টুইটার কেনার সিদ্ধান্ত থেকে পিছু হঠা প্রসঙ্গে মাস্কের তরফে জানানো হয়েছে, টুইটারকে তাদের প্ল্যাটফর্মে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে একাধিকবার অনুরোধ সত্ত্বেও তারা কোনও জবাব দেয়নি। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবেই মাস্কের এই সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ টুইটার। সংস্থার চেয়ারম্যান ব্রেট টেইলো জানিয়েছেন, এ ব্যাপারে তাঁরা আইনি পদক্ষেপ করবেন। চুক্তি বাতিল করার জন্য এলন মাস্ককে ১ বিলিয়ন ডলার জরিমানা দিতে হতে পারে। তবে যদি মাস্ক টুইটারে ভুয়ো অ্যাকাউন্টের প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রে জরিমানা থেকে রেহাই পেতে পারেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পেয়েছিলেন মাস্ক। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অর্থ ঋণও নিয়েছিলেন। যা শোধ করার জন্য কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন মাস্ক। খরচ কমানোর উদ্দেশে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানান তিনি। সম্প্রতি আবার টেসলায় কর্মী নিয়োগ হবে বলে টুইটও করেছিলেন মাস্ক। কিন্তু এবার টুইটার কেনার সিদ্ধান্ত থেকেই সরে এলেন মাস্ক।


spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...