Thursday, December 4, 2025

স্টেশনের উদ্বোধন নিয়েও রাজনৈতিক প্রতিহিংসা কেন্দ্রের! মমতাকে আড়ালে রেখে শিয়ালদহে মেট্রো চালু: ফিরহাদ

Date:

Share post:

শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়েও রাজনৈতিক প্রতিহিংসা। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাদ দিয়ে উদ্বোধনের ষড়যন্ত্র কেন্দ্রের। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই এই ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) প্রকল্পের রূপয়ানে তৎপর হন। কিন্তু তাঁকেই আড়ালে রেখে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করতে চলেছে কেন্দ্র। রীতিমতো পরিকল্পনা করেই এই ঘৃণ্য কাজ করছে কেন্দ্রের মোদি সরকার। বেছে বেছে এমন একটা দিনকে মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের জন্য বেছে নেওয়া হল যেদিন শহরে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের দিনক্ষণ ঘোষণার পর মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর অভিযোগ, পুরোটাই ইচ্ছাকৃত ও পরিকল্পনামাফিক করা হয়েছে। ওই সময় মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকবেন। সেই কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। সেটা জেনেই সোমবার ১১ জুলাই মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন হতে চলেছে। অথচ দেশের প্রাক্তন রেলমন্ত্রী হিসেবে এই প্রকল্প রূপায়ণে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যেপাধ্যায়। তাঁর তৎপরতায় চালু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো। রেলমন্ত্রী হিসেবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে তাঁর অবদান অস্বীকার করা যাবে না। কিন্তু শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে তিনিই বাদ।

এর আগে তিন তিনবার ডেডলাইন ফেল করার পর শনিবারই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানান হয়েছে, কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মেলার পর ১১ জুলাই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের। তবে সোমবার উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা ওইদিন থেকে শুরু হচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, ১৪ জুলাই থেকে সাধারণ যাত্রী পরিষেবা শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশে। ফলে আগামী সপ্তাহ থেকেই নিত্যযাত্রীরা শিয়ালদহ থেকে ফুলবাগান, সল্টলেক হয়ে সেক্টর ফাইভ পৌঁছতে পারবেন মেট্রোতেই। তবে, এই অনুষ্ঠান নিয়ে কেন্দ্রের এই রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের তীব্র নিন্দা হয়েছে সব মহলে।

 

 

 

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...