Thursday, August 21, 2025

উড়ানের মূহুর্তে ট্যাক্সিওয়েতে আটকে গেল বিমানের চাকা,অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

Date:

Share post:

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান। উড়ানের সময় এই বিপত্তি ঘটে দমদম বিমানবন্দরে।

রানওয়েতে ওঠার মুখে ট্যাক্সিওয়েতে (Airport Taxiway) থাকা গর্তে (Pothole) আটকে গেল বিমানের চাকা (Plane Wheel)। এর ফলে যাত্রী নিয়ে প্রায় ঘণ্টা খানেক আটকে রইল বিমানটি। শেষপর্যন্ত ট্র্যাক্টর এনে গর্ত থেকে বিমানের চাকা বার করা হয়।

শনিবার এইভাবে দুর্ঘটনার কবলে পড়ে ইন্ডিগোর একটি বিমান । জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ কলকাতা থেকে মুম্বই উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগো (Indigo Flight) সংস্থার ওই বিমানটির। যাত্রী, মালপত্র নিয়ে তৈরিই ছিল বিমানটি। নির্ধারিত সময়ে ট্যাক্সিওয়ে হয়ে রানওয়ের দিকে ছুটতেও শুরু করে বিমানটি। তখনই বিমানের চাকা ট্যাক্সিওয়ের গর্তে পড়ে যায়।
ফলে যাত্রীসমেত আটকে পড়ে। বেশ খানিক ক্ষণ ওই ভাবে আটকে থাকে বিমানটি। কিন্তু শত চেষ্টা করেও গর্ত থেকে চাকা বার করা যায়নি। এর পর বিমানবন্দর কর্তৃপক্ষ দু’টি ট্র্যাক্টর নিয়ে আসেন। তাতেই দীর্ঘ টানাপোড়েনের পর বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা দেরিতে বিমানটি রওনা দেয়।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ওই গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু কলকাতা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে কী ভাবে গর্তের সৃষ্টি হল এবং তা কীভাবে সকলের নজর এড়িয়ে গেল , তা নিয়ে প্রশ্ন উঠছে। কার গাফিলতিতে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...