Monday, August 25, 2025

অপেক্ষার অবসান! আজই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের

Date:

Share post:

প্রতীক্ষার অবসান! আর কয়েকঘণ্টা পরই সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের। কেন্দ্রীয় মন্ত্রী নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি এই মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন। তার আগে সৌজন্য দেখিয়ে উদ্বোধনের মাত্র কয়েকঘণ্টা আগে আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও আজ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। তাই তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।


আরও পড়ুন:এই রাজ্যের ৭২ জন এখনও আটকে অমরনাথে, ফেরাতে তৎপর নবান্ন


সোমবার বিকেল ৫টায় ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আগামী শুক্রবার,১৪ জুলাই থেকে ওই স্টেশনে মেট্রো চলাচল শুরু হবে। ওইদিন থেকে নিয়মিত  শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে মেট্রো। বিশেষজ্ঞমহলের মতে , শিয়ালদহ স্টেশন চালু হওয়ার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নয়া গতি আসবে। প্রচুর মানুষ যাতায়াত করবেন। বাড়বে আয়।সেকারণে আগে থেকে সবদিক বিবেচনা করে নামছে মেট্রো কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হত সকাল ৮টা নাগাদ। এবার সেই সময় এগিয়ে এল এক ঘণ্টা। এবার সকাল ৭টাতেই চালু হয়ে যাবে মেট্রো।এতদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ মেট্রো ছাড়ত। তবে এবার মেট্রো শেষের সময়সীমাও বেড়ে গেল। রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো চালু থাকবে। এমনটাই জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।


প্রসঙ্গত, শিয়ালদহ মেট্রো স্টেশনটি মাটির ১৬.৫ মিটার নীচে। এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে। আধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মেট্রো স্টেশনটিকে। রয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর এবং ৫টি লিফট। শুধু তাই নয় অফিস টাইমে ভিড়ের কথা মাথায় রেখে শিয়ালদহ স্টেশনে থাকছে মোটি ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে রয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা কাউন্টার।

 


spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...