Tuesday, November 4, 2025

আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে

Date:

Share post:

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।আগামিকাল,  মঙ্গলবার দুপুর ১১ টা থেকে GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। সোমবার সকালেই রওনা হচ্ছেন তিনি।সূত্রের খবর, এ বারের পাহাড় সফরে জিটিএ-র জন্য বেশ কিছু নতুন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন:অপেক্ষার অবসান! আজই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের


জিটিএ-র ভোট নির্বিঘ্নে নিয়ে শেষ হয়েছে পাহাড়ে। নির্বাচনে জয়ী হয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ইতিমধ্যেই কলকাতা এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা (Anit Thapa)। নির্বাচনে ফলপ্রকাশের দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিলেন তিনি। জিটিএ-র নতুন বোর্ডের শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেন মমতা। মূলত GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানকে লক্ষ্য করেই তিনি পাহাড়ে যাচ্ছেন বলে সূত্রের খবর।


আগামিকাল, মঙ্গলবার দুপুর ১১ টা থেকে দার্জিলিংয়ের ম্যালে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন উত্তরবঙ্গের রেসিডেন্সিয়াল কমিশনার। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে জিটিএ-র জন্য নতুন কিছু ঘোষণা থাকবে কী না, তা নিয়েই জল্পনা চরমে। অন্যদিকে বুধবার নেপালি কবি ভানু ভক্তের জন্ম দিবস অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী।বুধ ও বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই বৈঠকে পাহাড়ের সামগ্রিক পরিস্থিতির উপর পর্যালোচনা করবেন বলে সূত্রের খবর।

পাহাড়ের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতিপর্ব শুরু হয়েছে।বাগডোগরা বিমানবন্দর থেকে রোহিনী হয়ে কার্শিয়াং পর্যন্ত রাস্তার দুই ধারে পাহাড়বাসী পুষ্পবৃষ্টি ও খাদা পরিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রস্তুতি নিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ও নেতাকর্মীরা।রাস্তার দুধারে লাগানো হয়েছে অসংখ্য ফ্লেক্স-ব্যানার।

 


spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...