মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। ইংরেজদের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ছয় উইকেট নেন তিনি। আর এই পারফরম্যান্সের সুবাদে দুরন্ত পুরস্কার পেলেন বুমরাহ। সদ্য প্রকাশিত আইসিসি একদিনের আন্তর্জাতিক ম্যাচের র্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় ফের শীর্ষস্থান দখল করলে তিনি। গত ২০২০ সালে ৭২৯ দিন ওয়ানডে র্যাঙ্কিং-এ শীর্ষে থাকার পর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে পদচ্যুত হন বুমরাহ। এবার ফের নিজের স্থান দখল করলেন বুমরাহ।

কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ফাস্ট বোলার হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বুমরাহ। এর আগে টি-২০ আন্তর্জাতিকে শীর্ষে ছিলেন এবং বর্তমানে টেস্ট ক্রিকেটে তিন নম্বর স্থানে রয়েছেন বুম বুম বুমরাহ।

এদিকে বুমরাহের পাশাপাশি র্যাঙ্কিং-এ উন্নতি হয়েছে মহম্মদ শামিরও। ইনি উঠে এসেছেন যুগ্ম ২৩তম স্থানে, রয়েছেন তারই সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে।

আরও পড়ুন:ATK Mohunbagan: মোহনবাগানের অনুর্ধ্ব-১৩ এবং অনুর্ধ্ব-১৫ দলের কোচ হলেন যোশেফ রোমা গিবার্ট
