১) ফের হারানো সাম্রাজ্য ফিরে পেলেন যশপ্রীত বুমরাহ। আইসিসি একদিনের ম্যাচের র্যাঙ্কিং-এ শীর্ষে তিনি। গত ২০২০ সালে ৭২৯ দিন ওয়ানডে র্যাঙ্কিং-এ শীর্ষে থাকার পর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে পদচ্যুত হন বুমরাহ।

২) এটিকে মোহনবাগানের অনুর্ধ্ব-১৩ ও অনুর্ধ্ব-১৫ দলের কোচ হলেন যোশেফ রোমা গিবার্ট। বর্তমানে সৌদি আরবের আল হিলাল ক্লাবের অনুর্ধ্ব ১৩ দলের প্রধান কোচ তিনি।

৩) ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি র্যাঙ্কিং-এ উন্নতি ভারতের। ক্রমতালিকায় পাকিস্তানকে টপকে তিন নম্বরে উঠে এল রোহিত শর্মার দল। শীর্ষে রয়েছে, নিউজিল্যান্ড। ১২৭ পয়েন্ট তাদের।

৪) আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে ফের সোনা এল ভারতের ঘরে। বুধবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনালে সোনা জিতলেন মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানে। এছাড়া ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় জুটি পলক এবং শিবা পারওয়ালের।

৫) মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা-শিখর ধাওয়ান। ঢুকে পড়লেন ভারতের প্রাক্তন ওপেনার জুটি সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক তালিকায়।
