ভেঙে পড়ছে প্রাথমিক স্কুল, স্বতঃপ্রণোদিত মামলার নির্দেশ খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ভেঙে পড়ছে প্রাথমিক স্কুল। দেখে নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। শুধু তাই নয়, হুগলির (Hooghly) জিরাটের এই স্কুল (School) কর্তৃপক্ষকেও ডেকে পাঠিয়েছেন বিচারপতি। প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে- সেটাও জানতে চান তিনি।

আরও পড়ুন: ‘মোদিজি অগ্নিবীর চাইছেন না জাতিবীর?’ অগ্নিপথ নিয়ে কেন্দ্রকে নিশানা বিরোধীদের

হুগলির জিরাটে গঙ্গার পাশেই গ্রাম পঞ্চায়েতের চক খয়েরাবাড়ি প্রাথমিক স্কুল। গঙ্গার পাড় ভেঙে বিপজ্জনক অবস্থায় রয়েছে স্কুলটি। নিয়মিত ৫০ জন ছাত্র পড়তে যায় সেখানে। যান শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও। স্কুলের দুরবস্থার খবর সংবাদ মাধ্যমে দেখেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তঁর মন্তব্য, স্কুলের যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে বিপদে পড়বেন ছাত্র-শিক্ষক-কর্মীরা। আদালত এটা হতে দিতে পারে না। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিন দফা নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
হুগলি জেলা প্রাথমিক স্কুলের চেয়ার পার্সন এবং সেখানকার পঞ্চায়েত প্রধানকে বুধবার আদালতে ডেকে পাঠিয়েছেন। স্কুলের ক্ষতি আটকাতে তাঁরা কী কী পদক্ষেপ করেছেন তা জানাতে হবে।
মামলাটির খতিয়ে দেখার জন্য আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে বিশেষ অফিসার হিসেবেও নিয়োগ করেছেন।