১৯ ভারতীয় শ্রমিক নিখোঁজ চিন সীমান্তে, সকলের মৃত্যুর আশঙ্কা

ঠিকা শ্রমিক হিসেবে চিন সীমান্তবর্তী(China Border) অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh) কাজ করতে এসে নিখোঁজ হলেন ১৯ জন ভারতীয় শ্রমিক। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলায় এখান থেকে চিনের সিমান্ত মাত্র ৮০ কিলোমিটার। জানা গিয়েছে সীমান্ত (LAC) সংলগ্ন দামিন এলাকার রাস্তা তৈরির কাজ করতে অসম(Assam) থেকে অরুণাচল প্রদেশ গিয়েছিলেন ওই শ্রমিকরা(Worker)। সেখানেই গত ৫ জুলাই নিখোঁজ হন তাঁরা। ঘটনার জেরে সকলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, অরুণাচল প্রদেশে ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিকরা। ঠিকাদারের মতে, ইদ উপলক্ষে বাড়ি যেতে দেওয়া হয়নি শ্রমিকদের। সেই রাগেই কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাঁরা। গত ৫ জুলাই থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁদের। স্থানীয় পুলিশের অনুমান, জঙ্গল পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন শ্রমিকরা। সেই সময়ই পথ হারিয়ে নিখোঁজ হয়েছেন তাঁরা। তবে কারওর মৃত্যুর কথা জানানো হয়নি। পাশাপাশি স্থানীয়দের দাবি, কুমে নদীতে ডুবে গিয়েছেন ওই শ্রমিকরা। কুরুং কুমের ডেপুটি কমিশনার নিঘি বেঙ্গিয়া জানিয়েছেন, “আমরা এইটুকু বলতে পারি, ১৯ জন শ্রমিক নিখোঁজ। সকলের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই কথা যাচাই করার জন্য আমরা পুলিশবাহিনী পাঠিয়েছি। পাহাড় এবং জঙ্গল থাকার কারণে অত্যন্ত দুর্গম ওই এলাকা। তার মধ্যেই তল্লাশি চালানো হচ্ছে।” এই ঘটনায় নিখোঁজ শ্রমিকদের মধ্যে ৭ জনের পরিবারের তরফে অসম পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।


Previous articleভেঙে পড়ছে প্রাথমিক স্কুল, স্বতঃপ্রণোদিত মামলার নির্দেশ খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Next articleএকুশে সমাবেশের নিরাপত্তায় কোনও ফাঁকফোকর নয়, ধর্মতলায় মঞ্চ পরিদর্শনে নগরপাল