Friday, August 22, 2025

একুশের সমাবেশের আগে জোরদার নিরাপত্তা হাওড়া স্টেশন চত্বরে

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাজ্যের শাসক দল তৃণমূলের একুশে জুলাই সমাবেশ ঘিরে এখন সাজোসাজো রব। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষপর্যায়ে। চলছে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। জন বিস্ফোরণের অপেক্ষা মাত্র ৪৮ ঘন্টার। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। দূরের জেলাগুলি থেকে ভিড় বাড়তে শুরু করেছে সল্টলেক সেন্ট্রাল পার্ক ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় সভামঞ্চে যাবে, ২১ জুলাই উপলক্ষে সেই রাস্তার দু’ধারও সাজানো হয়েছে।

দক্ষিণবঙ্গের দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যেই কর্মী-সমর্থক আসা শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই মানুষের চাপ বাড়ছে হাওড়া স্টেশন চত্তরেও। তৃণমূলের তরফে একাধিক অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। তাই একুশে জুলাইয়ের আগে নিরাপত্তা বাড়ানো হল হাওড়া স্টেশন চত্বরে। ভিড় নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে।

আরপিএফের পাশাপাশি জিআরপির তরফেও অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে হাওড়া স্টেশনে। সবমিলিয়ে মোট সাড়ে চারশো পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হচ্ছে। তার আগে আজ, মঙ্গলবার বিকেলে হাওড়া স্টেশন পরিদর্শন করেন রেলের ডিআইজি আনাপ্পাই-সহ জিআরপির উচ্চকর্তারা। অন্যদিকে, ইতিমধ্যেই হাওড়া স্টেশনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এদিনই ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চ ঘুরে দেখলেন নগরপাল বিনীত গোয়েল-সহ
কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মূল মঞ্চ-সহ গোটা এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তাঁরা। নিরাপত্তায় যাতে কোনওরকম ফাঁকফোকর না থাকে, সেদিকটি খতিয়ে দেখেন তাঁরা।

আরও পড়ুন- প্রকাশ্যে মোদির মিথ্যাচার, শুধু জ্বালানি তেল বেচে কেন্দ্রের আয় ১৬.৩০ লক্ষ কোটি টাকা

 

spot_img

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...