Wednesday, August 27, 2025

Kolkata League: লিগ শুরু হতে পারে ২৭ জুলাই, বাগানের খেলা নিয়ে কাটল না জট

Date:

Share post:

মঙ্গলবারও কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে (Kolkata League) এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) খেলা নিয়ে জট কাটল না। প্রিমিয়ার ‘এ’-র ১৪টি দলের প্রতিনিধিদের নিয়ে এদিন বিকেলে বৈঠকে বসেছিল আইএফএ। এই বৈঠকেও প্রতিনিধি পাঠায়নি মোহনবাগান। পরিবর্তে ক্লাবের তরফে একটি চিঠি আইএফএ-কে পাঠিয়ে দেওয়া হয়। ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ কীভাবে একসঙ্গে চলতে পারে, সেই প্রশ্ন তুলে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চিঠিতে লিখেছেন, তাঁরা লিগে তিন থেকে চারটের বেশি ম্যাচ খেলতে পারবেন না। তা-ও এফএফসি কাপ জোনাল সেমিফাইনালের পর খেলবেন। তার আগে নয়। ইস্টবেঙ্গল, মহামেডান-সহ বাকি ক্লাবগুলির প্রতিনিধিরা অবশ্য এদিন সভায় উপস্থিত ছিলেন।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত মোহনবাগানের চিঠির বক্তব্য সভায় তুলে ধরেন বাকি ক্লাব প্রতিনিধিদের সামনে। তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান যেহেতু ডুরান্ড কাপে খেলবে এবং মোহনবাগান এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, তাই তাদের কথা মাথায় রেখে নতুন ফরম্যাটে প্রস্তাবিত সূচি নিয়ে আলোচনা হয়। ঠিক হয়, তিন প্রধান সরাসরি খেলবে সুপার সিক্সে। বাকি ১১টি দলের মধ্যে থেকে তিনটি দল উঠবে সুপার সিক্সে। যেখানে ছ’টি দল রাউন্ড রবিন লিগে পরস্পরের বিরুদ্ধে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল লিগ চ্যাম্পিয়ন হবে।

আইএফএ প্রিমিয়ার ‘এ’ শুরু করতে চায় ২৭ জুলাই। ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার লক্ষ্য। কিন্তু মোহনবাগানের দাবি মেনে সেপ্টেম্বরে সুপার সিক্সের খেলা শুরু করলে নির্দিষ্ট সময়ে লিগ শেষ করা কঠিন হবে আইএফএ-র।

আরও পড়ুন:Los Angeles Olympics: ঘোষণা হয়ে গেল ২০২৮ লস অ‍্যাঞ্জেলেস অলিম্পিক্সের দিনক্ষণ

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...