Friday, November 7, 2025

রাইসিনার নতুন অতিথি কে? আজ ভাগ্য নির্ধারণ

Date:

Share post:

আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। গোটা দেশের নজর দিল্লির দিকে। দেশের ১৫তম রাষ্ট্রপতি কে হবেন। এনডিএ-র দ্রৌপদী মুর্মু ও বিরোধী শিবিরের যশবন্ত সিন্‌হার মধ্যে লড়াইয়ের ফল কী হতে চলেছে, তা অনেকাংশেই স্পষ্ট। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হবে ভোটগণনা। বিকেলের মধ্যে ভারতের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বলে আশা করা হচ্ছে।বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নয়া রাষ্ট্রপতি।

আরও পড়ুন:Gujarat: মোদির রাজ্যে পুলিশকর্মীকে পিষে দিল ট্রাক, আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন

সংসদ ভবনের ৭৩ নম্বর কক্ষের বাইরে মিডিয়া স্ট্যান্ড তৈরি করা হয়েছে। রাজ্যসভার মহাসচিব পিসি মোদী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা তত্ত্বাবধান করবেন। সকাল ১১টা থেকে শুরু হবে ভোট গণনা। বিধায়কদের ব্যালট পেপার আগে সাজানো হবে এবং তারপর সাংসদদের। যে ব্যালটে প্রথমে দ্রৌপদী মুর্মুর নাম রয়েছে তা তাঁর ট্রেতে রাখা হবে এবং যশবন্ত সিন্‌হার নামের ব্যালট তাঁর ট্রেতে। বাছাই শেষে ভোট গণনা শুরু হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪ হাজার ৭৯৬ জন ভোটারের মধ্যে ৯৯. ১৮ শতাংশ ভোটারই নিজেদের মতদান করেছেন। ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ ভোট পড়েছে।  এনডিএ-র মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু নাকি বিরোধী দলের যৌথ মনোনীত প্রার্থী যশবন্ত সিন্‌হা, কে নতুন রাষ্ট্রপতি হবেন, তার ভোটের ফলাফল ঘোষণা করা হবে।  দেশের ১৫তম রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম দেশ।

সব ঠিক থাকলে আজ রাষ্ট্রপতি নির্বাচনের অনায়াসে জিততে চলেছেন দ্রৌপদী। আর তা হলে, তিনি হবেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি জনজাতি সমাজের প্রতিনিধি। সম্ভবত ফল প্রত্যাশিত জেনেই আজ থেকেই দ্রৌপদীর দিল্লির অস্থায়ী বাসভবন ৪, উমাশঙ্কর দীক্ষিত মার্গের বাংলোয় উৎসব।



 

spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...