Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) কমনওয়েলথ গেমস শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারত । ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন ভারতীয় দলের স্প্রিন্টার ধনলক্ষ্মী সেকার এবং ট্রিপল জাম্পার ঐশ্বর্য বাবু। দু’জনকেই নির্বাসনে পাঠিয়েছে ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা।

২) ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল । পোর্ট অফ স্পেনে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামবে শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ররা। তার আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আর সেই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করল বিসিসিআই।

৩) ২৪ জুলাই এনসিএ-তে আয়োজিত হতে চলেছে বিশেষ এক সেমিনার। সেখানে ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক কোচের সামনে বক্তব্য পেশ করবেন গোপীচাঁদ-সহ চার ক্ষেত্রের চার কৃতী। গোপীচাঁদ ছাড়াও এনসিএ-তে থাকবেন ভেঙ্কি মাইসোর, বিসিসিআইয়ের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিক এবং কে এল রাহুল।

৪) কমনওয়েলথ গেমস খেলতে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের বিশেষ বার্তা দিলেন নরেন্দ্র মোদি।মোদি বলেন, আমনারা নিশ্চয়ই একটা কথা শুনেছেন, কই নেহি হ্যায় টক্কর মে, কিঁউ পড়ে হো চক্কর মে। ভারতকে টক্কর দেওয়ার মতন কেউ নেই। নিজেদের সেরাটা উপহার দিন।”

৫) কমনওয়েলথ গেমসে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিক্রি সব টিকি। ইতিমধ্যেই কমনওয়েলথ গেমস ২০২২ এর জন্য ১২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে, এবং এর বেশিরভাগই ক্রিকেট ইভেন্টের জন্য।

আরও পড়ুন:CWG: কমনওয়েলথ গেমস শুরুর আগেই বড় ধাক্কা ভারতের, ডোপ টেস্টে ব‍্যর্থ ধনলক্ষ্মী-ঐশ্বর্য

 

Previous articleরাইসিনার নতুন অতিথি কে? আজ ভাগ্য নির্ধারণ
Next articleমহাসমাবেশ ঘিরে শহরে জনস্রোত, থাকছে পুলিশের কড়া নজরদারি