Sunday, August 24, 2025

আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও: মঞ্চে মুড়ি ও সিলিন্ডার এনে সরব মমতা

Date:

Share post:

মুড়ি, চিঁড়ে, দুধ-এর মতো মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে জিএসটি বসিয়েছে মোদি সরকার। যার জেরে দাম বেড়েছে এই সকল সামগ্রীর। এরই বিরুদ্ধে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নাটকীয় ভঙ্গিমায় প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেস(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কর্মীদের আনা মুড়ি মঞ্চে তুলে এনে মমতা বললেন, “এই মুড়ির উপরও জিএসটি(GST)! কত জিএসটি বসিয়েছে?” এরপর রীতিমত হুঁশিয়ারি দিয়ে নেত্রী জানালেন, “আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।” শুধু তাই নয়, গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঞ্চে তুলে আনলেন প্রতীকী সিলিন্ডার। আর সেই সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলেন দেব।

সম্প্রতি মুড়ি, চিড়ে, দুধের মতো প্যাকেটজাত একাধিক নিত্যপ্রয়োজনীয় উপর জিএসটি বসিয়েছে কেন্দ্র। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেত্রী এদিন সরব হন একুশের মঞ্চ থেকে। বক্তব্যের মাঝেই জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কেউ মুড়ি নিয়ে এসো। সভামঞ্চের সামনে থাকা জনতার মধ্যে থেকে কেউ একজন মুড়ি এগিয়ে দেন মঞ্চের দিকে। সেই মুড়ি ট্রেতে সাজিয়ে মঞ্চে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, “এই সামান্য মুড়িতেও জিএসটি! মানুষকে মুড়ি খেতে গেলেও এবার বাড়তি খরচ করতে হবে। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।”

এর পাশাপাশি দফায় দফায় গ্যাসের দাম বাড়তে বাড়তে ১১০০ টাকা ছুয়ে ফেলেছে। মঞ্চে ভয়াবহ এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন নেত্রী। তখনই ভিড়ের মাঝে প্রতীকী সিলিন্ডার সহ এক তৃণমূল কর্মীকে দেখা যায়। সেটি চোখে পড়তেই মমতা ওই সিলিন্ডার মঞ্চে নিয়ে আসতে বলেন। ডেকে নেন তৃণমূল সাংসদ দেবকে। তাঁর হাতে সিলিন্ডার তুলে দিয়ে তিনি বলেন, “বুঝতে পারছেন কোন সরকারের আমলে আমরা বাস করছি।” এই ইস্যুতে ইডি-সিবিআইকে একহাত নিয়ে মমতা বলেন, “ইডি-সিবিআই অফিসাররা কারও বাড়িতে গেলে ভয় পাবেন না। বাড়িতে ডেকে বসান। তারপর সামনে মুড়ি রাখুন, সিলিন্ডারও রাখুন। জানতে চান, এসবের উপর কেন এত দাম চাপানো হল।”


spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...