Saturday, January 3, 2026

আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও: মঞ্চে মুড়ি ও সিলিন্ডার এনে সরব মমতা

Date:

Share post:

মুড়ি, চিঁড়ে, দুধ-এর মতো মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে জিএসটি বসিয়েছে মোদি সরকার। যার জেরে দাম বেড়েছে এই সকল সামগ্রীর। এরই বিরুদ্ধে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নাটকীয় ভঙ্গিমায় প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেস(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কর্মীদের আনা মুড়ি মঞ্চে তুলে এনে মমতা বললেন, “এই মুড়ির উপরও জিএসটি(GST)! কত জিএসটি বসিয়েছে?” এরপর রীতিমত হুঁশিয়ারি দিয়ে নেত্রী জানালেন, “আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।” শুধু তাই নয়, গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঞ্চে তুলে আনলেন প্রতীকী সিলিন্ডার। আর সেই সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলেন দেব।

সম্প্রতি মুড়ি, চিড়ে, দুধের মতো প্যাকেটজাত একাধিক নিত্যপ্রয়োজনীয় উপর জিএসটি বসিয়েছে কেন্দ্র। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেত্রী এদিন সরব হন একুশের মঞ্চ থেকে। বক্তব্যের মাঝেই জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কেউ মুড়ি নিয়ে এসো। সভামঞ্চের সামনে থাকা জনতার মধ্যে থেকে কেউ একজন মুড়ি এগিয়ে দেন মঞ্চের দিকে। সেই মুড়ি ট্রেতে সাজিয়ে মঞ্চে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, “এই সামান্য মুড়িতেও জিএসটি! মানুষকে মুড়ি খেতে গেলেও এবার বাড়তি খরচ করতে হবে। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।”

এর পাশাপাশি দফায় দফায় গ্যাসের দাম বাড়তে বাড়তে ১১০০ টাকা ছুয়ে ফেলেছে। মঞ্চে ভয়াবহ এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন নেত্রী। তখনই ভিড়ের মাঝে প্রতীকী সিলিন্ডার সহ এক তৃণমূল কর্মীকে দেখা যায়। সেটি চোখে পড়তেই মমতা ওই সিলিন্ডার মঞ্চে নিয়ে আসতে বলেন। ডেকে নেন তৃণমূল সাংসদ দেবকে। তাঁর হাতে সিলিন্ডার তুলে দিয়ে তিনি বলেন, “বুঝতে পারছেন কোন সরকারের আমলে আমরা বাস করছি।” এই ইস্যুতে ইডি-সিবিআইকে একহাত নিয়ে মমতা বলেন, “ইডি-সিবিআই অফিসাররা কারও বাড়িতে গেলে ভয় পাবেন না। বাড়িতে ডেকে বসান। তারপর সামনে মুড়ি রাখুন, সিলিন্ডারও রাখুন। জানতে চান, এসবের উপর কেন এত দাম চাপানো হল।”


spot_img

Related articles

বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগে ধৃত এগরার পুরসভার চেয়ারম্যান

বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগ। ধৃত এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। পুলিশ। পূর্ব মেদিনীপুর (East Mednipur) জেলার ভারপ্রাপ্ত...

ফের অশান্ত সন্দেশখালি: পুলিশকে ঘিরে ইটবৃষ্টি, ভাঙচুর পুলিশের গাড়ি

ফের অশান্ত সন্দেশখালি। আক্রান্ত পুলিশ। শুক্রবার রাতে জমি দখলকে কেন্দ্র করে এক পুলিশ আধিকারিক-সহ ৪ পুলিশ আধিকারিকের উপর...

নির্বাচনের আগেই বিজেপি জোটের ৬৮ প্রার্থী জয়ী! মহারাষ্ট্রে তদন্তের নির্দেশ কমিশনের

লোকসভা নির্বাচনে ভোটার তালিকা কারচুপি। বিধানসভা নির্বাচনে যথেচ্ছভাবে ভোটারদের নাম বাদ, কোথায় ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচনে বাজিমাতের খেলা...

শপথ নিয়েই কাজে মামদানি: নিউইয়র্কবাসীর জন্য সুলভ ঘর তুলে দিতে পদক্ষেপ

নিউইয়র্ক শহর সাধারণ মানুষের বাসযোগ্য করার শপথ নিয়েছিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শপথ গ্রহণেও তারই ইঙ্গিত রেখেছিলেন তিনি।...