Sunday, August 24, 2025

ওড়িশার রায়রংপুর থেকে রাইসিনা হিলস, কেমন ছিল দ্রৌপদী মুর্মুর জার্নি?

Date:

Share post:

প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল দেশ। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করে চমক দিয়েছিল এনডিএ। অন্যদিকে বিরোধী জোট প্রার্থী করেছিল যশবন্ত সিনাকে। যশবন্ত ভার্সেস দ্রৌপদীর লড়াইতে কে জিতবেন শেষ পর্যন্ত সেই নিয়ে সারা দেশ জুড়ে জল্পনার পারদ চড়ছিল। তবে শুরু থেকেই পাল্লা ভারী ছিল দ্রৌপদী মুর্মুর দিকে। শেষ পর্যন্ত দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন তিনি। ভোটে জিতে পাঁচ বছরের জন্য রাইসিনা হিলসে পৌঁছে গেলেন তিনি। কিন্তু জানেন কি কে এই দ্রৌপদী মুর্মু? কী তাঁর আসল পরিচয়? বিজেপি কেন তাঁকে প্রার্থী করল? তাছাড়াও ওড়িশার রায়রংপুর থেকে রাইসিনা হিলস কেমন ছিল দ্রৌপদী মুর্মুর জার্নি?

দেখে নেওয়া যাক এক নজরে –

দ্রৌপদী মুর্মু ১৯৫৮ সালে ২০ জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম বিরাঞ্চি নারায়ণ টুডু। প্রথম জীবনে দ্রৌপদী পেশায় শিক্ষিকা ছিলেন। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারের সাম্মানিক শিক্ষক ছিলেন তিনি।

দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক কেরিয়ার:

• কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দ্রৌপদী।

• ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ওডিশা সরকারের জলসম্পদ ও শক্তি দফতরে জুনিয়র অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করেছিলেন দ্রৌপদী।

• পরবর্তীতে রায়রংপুর উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হয়েছিলেন। যে বিধানসভা কেন্দ্র থেকে দু’বার ভোটেও জিতেছিলেন।

• ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন দ্রৌপদী মুর্মু।

• তিনিই ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি পুরো মেয়াদ রাজ্যপাল হিসেবে ক্ষমতায় ছিলেন। অর্থাৎ যিনি পাঁচ বছরের কার্যকালের মেয়াদ পূরণ করতে পেরেছিলেন।

• ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন আদিবাসী নেত্রী।

• দ্রৌপদী মুর্মু ওডিশার প্রাক্তন মন্ত্রী ছিলেন।

• ২০০০ এবং ২০০৪ সালে তিনি বিজেডি (BJD) এবং বিজেপির (BJP) জোট সরকার থাকাকালীন মন্ত্রী হয়েছিলেন। পরিবহণ, পশুপালন এবং মৎস্য দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর হাতে।

• ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রায়রাংপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

• এরপর ২০০৬ সালে ওড়িশা বিজেপির তফশিলি মোর্চার সভাপতি হন দ্রৌপদী।

• এরপর ২০০৭ সালে সেরা বিধায়ক হিসেবে তাঁকে পুরস্কৃত করে ওড়িশা বিধানসভা।

দ্রৌপদী নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন। প্রথম আদিবাসী মহিলা হিসেবে বসবেন রাষ্ট্রপতির আসনে। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, উপজাতি গোষ্ঠীর কোনও কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা এবং জম্মু ও কাশ্মীর সহ উত্তর-পূর্ব ভারতে জনগোষ্ঠীর সমর্থন বিজেপির প্রতি কিছুটা বাড়তে পারে। তবে যাই হোক না কেন তার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েক মাস।

 

 

spot_img

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...