Tuesday, November 11, 2025

একুশের মঞ্চে মুড়ির বস্তা এখন মহার্ঘ্য! গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দিদির প্রসাদ

Date:

Share post:

মুড়ি গোটা দেশজুড়ে বিশেষ করে এই বাংলার বুকে একটি অতি জনপ্রিয় খাদ্য সামগ্রী। বিশেষ করে প্রান্তিক গরিব মানুষেরা এখনও একবেলা মুড়ি খেয়ে দিন কাটান। মুড়ি-ব্যবসা করেও পেট চালান বাংলার বহু মানুষ। এবার সেই গরিবের খাবার মুড়ির উপর জিএসটি বসিয়েছে কেন্দ্রের মোদি সরকার। অর্থাৎ, মুড়ি খেতেও এখন রাষ্ট্রকে দিতে হবে কর! মুড়ি-ব্যবসায়ীদেরও ভাতে মারতে চায় কেন্দ্র। তাই গতকাল ধর্মতলায় একুশে জুলাইয়ের মহা সমাবেশে মুড়ি প্রসঙ্গ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছেন মুড়ির উপর জিএসটি চাপানোর বিরুদ্ধে। আর মুড়িরও ‘প্রসাদ’ হয়ে ওঠা একুশের মঞ্চ থেকেই।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে, চিন্তায় শীর্ষ নেতৃত্ব

ঠিক কী ঘটেছিল?

একুশে জুলাই ধর্মতলায় নেত্রীর ভাষণ শুনতে আসেন আউশগ্রামের দিগনগর-১ অঞ্চলের তেলোতা গ্রামের তৃণমূল কর্মী দেবাশিস মুখোপাধ্যায়। এবারও এসেছিলেন দল বেঁধে। দূরের জেলা থেকে একুশের সমাবেশে যোগ দিতে আসার জন্য দেবাশিস ও তাঁর সঙ্গীদের পকেটে খুব বেশি টাকাপয়সা ছিল না। তাই যাতায়াতের পথে খাওয়ার জন্য গ্রাম থেকেই এনেছিলেন বস্তাভর্তি মুড়ি। সকাল সকাল আসায় মূল মঞ্চের খুব কাছেই ছিলেন তাঁরা।

নেত্রীর ভাষণ শুরু গিয়েছে। মঞ্চে তখন মুড়ির উপর জিএসটি চাপানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ফাঁকেই তিনি জানতে চান—সভায় যোগ দেওয়া কোনও মানুষের কাছে মুড়ি রয়েছে কি না।

সময় নষ্ট করেননি দেবাশিস। এই সুযোগ হাতছাড়া করা যায় না। মুড়ির বস্তাটি বাড়িয়ে দিয়েছিলেন নেত্রীর দিকে। সেখান থেকেই এক মুঠো মুড়ি নিয়ে কেন্দ্র বিরোধী সুর আরও সপ্তমে তোলেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, তাঁদের মুড়িতে দিদির ছোঁয়া, দেখে আনন্দে বাকরুদ্ধ হয় যান দেবাশিস ও তাঁর সঙ্গীরা। প্রাণের চেয়েও প্রিয় দিদি, নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের ছোঁয়ায় মুড়ির একুশের মঞ্চ থেকে ‘প্রসাদ’ হয়ে ওঠে।

সভা শেষে বৃষ্টি উপেক্ষা করে সেই মহার্ঘ্য মুড়ির বস্তা বুকে আগলে ট্রেনে করে গ্রামে নিয়ে ফেরেন দেবাশিসরা। পেটের খিদে চেপেও দেবাশিস ও তাঁর বন্ধুরা আর কেউ ফেরার পথে মুখে সেই মুড়ি তোলেননি। পাছে ফুরিয়ে যায়। আজ, শুক্রবার সেই ‘মুড়ি প্রসাদ’ বিলি হবে বর্ধমানের আউশগ্রামের তেলোতা গ্রামে। প্রসাদের মতো ঘরে ঘরে পৌঁছে দেবেন দিদির স্পর্শের সেই মুড়ি।









spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...