Wednesday, January 14, 2026

প্রয়াত সাংবাদিক ও সঙ্গীতশিল্পী শর্মিষ্ঠা রায়, শোকের ছায়া শিল্পীমহলে

Date:

Share post:

না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত সাংবাদিক এবং সঙ্গীতশিল্পী শর্মিষ্ঠা রায়। বৃহস্পতিবার দুপুরে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে আচমকাই তাঁর হৃদযন্ত্র থেমে যায়। এরপরই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: একুশের মঞ্চে মুড়ির বস্তা এখন মহার্ঘ্য! গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দিদির প্রসাদ

গত ১২ জুলাই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে। আইসিইউতে রেখে দশদিন ধরে চলে তাঁর চিকিৎসা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। গতকাল আচমকাই তাঁর হৃদযন্ত্র থেমে যায়। মাল্টি অর্গ্যান ফেলিওর ও সেপসিসের আক্রমণের বিরুদ্ধে ডাক্তারদের সমস্তরকম চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শৈশব থেকেই সঙ্গীতের অনুশীলন শুরু করেন শিল্পী শর্মিষ্ঠা রায়। মালবিকা কানন ও এটি কাননের কাছেও তালিম নেন তিনি।তারপর সঙ্গীত রিসার্চ আকাদেমিতে থেকে জ্ঞানপ্রকাশ ঘোষের সান্নিধ্যে আসেন তিনি। অন্যদিকে সুধীন দাশগুপ্তর কাছেও বাংলা গানের তালিম নেন। কৈশোর থেকেই আকাশবাণীর বিভিন্ন গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।পন্ডিত রবিশংকর, আলি আকবর, সলিল চৌধুরি, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীর স্নেহছায়া পেয়েছেন তিনি। পন্ডিত অজয় চক্রবর্তী তাঁর সতীর্থ ছিলেন।

গানের পাশাপাশি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। দীর্ঘকাল সত্যযুগ পত্রিকায় রিপোর্টিং ও মিউজিক ক্রিটিক ও সম্পাদকীয় বিভাগে কাজ করেন। দিল্লিতে ২৬ বছর থাকাকালীন বাংলাদেশের একটি পত্রিকার হয়ে কাজ করেন। সবশেষে দিল্লিতে আকাশবাণীর বাংলা বিভাগের নিউজ রিডার হয়ে কাজ করেন।









spot_img

Related articles

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...