Saturday, January 10, 2026

ISC Result 2022 : প্রকাশিত হল আইএসসি-এর ফলাফল, সাফল্যে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা

Date:

Share post:

আজ রবিবার ২৪ জুলাই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুয়ায়ী প্রকাশিত হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC)-র ক্লাস ১২-এর সেমিস্টার ২- এর ফল। বিকেল ৫টা নাগাদ কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)  নয়া দিল্লি থেকে এই ফল প্রকাশ করেছে। পাশের হার ৯৯.৩৮ %। সাফল্যের নিরিখে ছেলেদের টেক্কা দিল মেয়েরা।

দেশ-বিদেশের ১২২৮ টি স্কুল থেকে ৯৬ হাজার ৯৪০ জন এবার আইএসসি (ISC) পরীক্ষা দিয়েছিলেন। সাফল্যের হার প্রায় ৯৯.৩৮ শতাংশ। পাশের হার ছাত্রদের তুলনায় ছাত্রীদের বেশি। ছাত্রদের পাশের হার ৯৯.২৬ % ছাত্রীদের ৯৯.৫২% । অকৃতকার্য হয়েছেন ৩৮১ জন ছাত্র এবং ছাত্রীদের মধ্যে সেই সংখ্যাটা ২১৯। দেশের পাশাপাশি বাংলাতেও একই ছবি। মেয়েরা টেক্কা দিল ছেলেদের। পশ্চিমবঙ্গের মোট ২৯৯ টি স্কুল থেকে ২৭,৫৬৯ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন চলতি বছরে। ৯৯.১৫% পাশ করেছেন বলে জানা যাচ্ছে। সারা দেশে মোট ১৮ জন প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। তাঁদের মধ্যে বাংলার ৬ জন পড়ুয়া রয়েছেন। রাজ্যের ছাত্রদের সাফল্য ৯৮.৯৩ শতাংশ, ছাত্রীদের মধ্যে ৯৯.৪১ শতাংশ পাশ করেছেন। রাজ্যে ১৬০ জন ছাত্র এবং ৭৫ জন ছাত্রী উত্তীর্ণ হতে পারেন নি। আইএসসি সর্বভারতীয় মেধা তালিকা প্রথম তিনে এই বছর আছেন ১৫৪ জন। এই বছর আইএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৬ এপ্রিল থেকে।

এক নজরে বাংলার ৬ পড়ুয়ার মেধা তালিকা:

আইএসসি ২০২২ : প্রকাশিত হল দ্বাদশ শ্রেণির ফলাফল

এক নজরে বাংলার মেধাতালিকা:

১) মহম্মদ আর্শ মুস্তফা (দ্য ফ্রাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল, কলকাতা)

২) প্রতীতি মজুমদার (সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুল)

৩) অপূর্বা কাশিশ (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা)

৪) পৃথ্বিজা মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি)

৫) নিখিল কুমার প্রসাদ (বীরপাড়া সানসাইন স্কুল, আলিপুরদুয়ার)

৬) অভিষেক বিশ্বাস (দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুল, উত্তর ২৪ পরগনা)


spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...