Thursday, August 28, 2025

ফের প্রকাশ্যে যোগীরাজ্যের অপশাসন: বন্দি মৃত্যুতে দেশে শীর্ষে উত্তরপ্রদেশ: নিত্যানন্দ রাই

Date:

Share post:

ফের প্রকাশ্যে যোগীরাজ্যের অপশাসন। দুবছরে জেলবন্দিদের (Custodial Deaths) মৃত্যুতে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপিশাসিত যোগী রাজ্য। পুলিশি এনকাউন্টারে দ্বিতীয়। আর বিজেপি শাসিত রাজ্যের এই অপশাসনের কীর্তি সামনে এনেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই (Nityanand Rai)। তথ্য অনুযায়ী, গত দুবছরে দেশে ৪,৪৮৬ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। কেন্দ্র সরকার রাজ্য ভিত্তিক যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে, যোগী রাজ্যে ২০২০ সালে ৪৫১ জন এবং ২০২১ সালে ৫০১ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। অন্যদিকে ২০২০ এবং ২০২১ সালে দেশে যত পুলিশি এনকাউন্টে মৃত্যু হয়েছে তার নীরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ (Uttar Pradesh)।

সংসদে জেলবন্দিদের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় মুসলিম লিগের সাংসদ আবদুসসামাদ সামাদানি। তার উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয়মন্ত্রী নিত্যানন্দ রাই লিখিতভাবে জানান, গত দু-বছরে গোটা দেশে ৪,৪৮৬ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে ২০২০ সালে ৪৫১ জন এবং ২০২১ সালে ৫০১ জন বন্দি মারা গিয়েছেন। নীতীশ কুমারের বিহার রয়েছে তিন নম্বরে। ওই রাজ্যে ২০২০ সালে ১৫৯ জন এবং ২০২১ সালে ২৩৭ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। দক্ষিণ ভারতের কিছু রাজ্যে জেলবন্দিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। তামিলনাড়ুতে ২০২০ সালে যেখানে ৬৩ জন এবং ২০২১ সালে বেড়ে হয় ১০৯ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে জেল হেফাজতে বন্দিদের মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে ১০ জনেরও কম বন্দির মৃত্যু হয়ছে। গোয়া এবং কর্ণাটকেও জেলবন্দির মৃত্যুর সংখ্যা ১০-এর নীচে। লাক্ষাদ্বীপ, লাদাখ, দমন ও দিউর মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বন্দিমৃত্যুর সংখ্যা শূন্য বলে জানিয়েছেন নিত্যানন্দ রাই।

গত দু-বছরে পুলিশের এনকাউন্টারে মৃতের সংখ্যাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে দেশে পুলিশের এনকাউন্টারে মত্যু হয়েছে ২৩৩ জনের। এনকাউন্টারে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ছত্তিশগড়ে। এরপর রয়েছে জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশ।

 

 

 

spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...