Friday, November 14, 2025

‘আমার বাড়িকে মিনি-ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়’, ইডির কাছে দাবি অর্পিতার

Date:

Share post:

অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। এই আবহে দুই জনের থেকেই তথ্য বের করতে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। তবে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকি তদন্তে সেভাবে সাহায্য করছেন না। তবে অর্পিতা মুখোপাধ্যায় নাকি মুখে খুলেছেন ইডির কাছে। সূত্র মারফত জানা গিয়েছে, ইডি কর্তাদের অর্পিতা বলেছেন, ‘আমার বাড়িকে মিনি-ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়।’এদিকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য মিডিয়ার কাছে ‘ফাঁস’ হওয়ায় ইডির উপর ক্ষুব্ধ অর্পিতার আইনজীবীরা। জানা গিয়েছে, আগামী শুনানিতে এই ‘বয়ানে’র বিরোধিতা করবেন তাঁরা। পাশাপাশি ইডির ‘অক্ষমতা’ তুলে ধরতে সরকারেরই হিসেব কাজে লাগাতে পারেন অর্পিতার আইনজীবীরা। উল্লেখ্য, বিগত কয়েক বছরে প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের অধীনে ইডি মাত্র ২৩ জনকে দোষী সাব্যস্ত করতে পেরেছে। এই পরিসংখ্যান তদন্তকারীদের জন্য বেশ অস্বস্তিকর বটে। তবে অর্পিতার ‘মুখ খোলার’ বিষয়টি অস্বস্তিকর হতে চলেছে পার্থবাবুর কাছে। এদিকে সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ও নাকি তদন্তে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীদের। পার্থবাবু নাকি ইডি ক্রতাদের কাছে বলেছেন, ‘সবাই সুপারিশ পাঠাত।’

এর আগে পার্থ ও অর্পিতার গ্রেফতারির আগে অর্পিতার ফ্ল্যাটে ‘টাকার পাহাড়ে’র ছবি ভাইরাল হয়েছিল। অর্পিতা জানিয়েছেন, এই টাকা একটি ঘরে তিনি রেখে দিতেন। সেই ঘরে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের লোকদেরই ঢোকার অনুমতি ছিল। পার্থ চট্টোপাধ্যায় প্রতি সপ্তাহ বা দশদিনে একবার করে তাঁর ফ্ল্যাটে আসতেন বলে জানান অর্পিতা মুখোপাধ্যায়। এদিকে অর্পিতা জানান, তাঁর বাড়ি ছাড়া আরও এক মহিলার বাড়িকে ‘মিনি-ব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোরপাধ্যায়। পাশাপাশি অর্পিতা দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় কোনও দিন তাঁকে এই কথা জানাননি যে তাঁর ফ্ল্যাটের সেই ঘরে কত টাকা রাখা। তদন্তকারীদের কাছে অর্পিতা জানান, ২০১৬ সালে এক বাঙালি অভিনেতা তাঁকে পার্থবাবুর সঙ্গে আলাপ করিয়ে দেন। এদিকে অর্পিতা এও মেনে নেন যে তাঁর ফ্ল্যাটে থাকা এই নগদ টাকা বিভিন্ন ক্ষেত্রে নেওয়া ঘুষ। এই সব স্বীকারোক্তির পর পার্থ চট্টোপাধ্যায় আরও বিপাকে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। এদিকে আজকে বেলঘড়িয়ায় অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি কর্তারা। উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা, প্রচুর সম্পত্তির নথি, ৩ কেজি সোনা সহ নানা নথি।

 

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...