৫০১ দিনে পড়ল ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান। আর এই দিনই তাঁদের সঙ্গে কথা বললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আন্দোলনকারীদের নেতা শহিদুল্লাকে (Shahidulla) বৃহস্পতিবার ফোন করেন অভিষেক। শুক্রবার, ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দেড় বছরের বেশি সময় ধরে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ তৈরি করে ধর্না আন্দোলন করছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। এঁরা এসএলএসটি-র নবম-দশম শ্রেণির চাকরি প্রার্থী। এদিন, আন্দোলনকারীদের নেতা শহিদুল্লা সঙ্গে কথা অভিষেকের হয়। এই ফোন পেয়ে যথেষ্ট আশাবাদী শহিদুল্লা। তিনি বলেন, অভিষেক এই আন্দোলনের বিষয়ে জানেন। তিনি মেটানোর চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলেও দাবি শহিদুল্লার। অভিষেকের দেখা করতে আসবেন বলায় তাঁরা আশার আলো দেখছেন। কারণ, তাঁরা শাসকদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী সঙ্গেও ফোনে কথা হয় আন্দোলনরত চাকরিপ্রার্থীর। এবার অভিষেক কথা বলতে চাওয়ায় খুশি তাঁরা।
