Sunday, November 9, 2025

EastBengal: ইস্টবেঙ্গলের দায়িত্বে কনস্টানটাইন, দলে শৌভিক চক্রবর্তী-শুভাশিস রায়চৌধুরি

Date:

Share post:

আগামী মরশুমের জন‍্য ইস্টবেঙ্গলের (Eastbengal) প্রধান কোচ হলেন স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল লাল-হলুদের পক্ষ থেকে। স্টিফেনের কোচ হয়ে আসার কথা বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিল ইনভেস্টোর কোম্পানি ইমামি গ্রুপ। তাদের বিবৃতি অনুযায়ী, ২০২২-২৩ মরশুমের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে ভারতের প্রাক্তন কোচকে। টুইট করে লাল-হলুদে আসার কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন কোচ কনস্টানটাইনও।

কনস্টানটাইন যে ইস্টবেঙ্গলের প্রধান কোচ হতে চলেছেন, এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে তারই যেন এদিন সমাপ্তি ঘটল। দু’দফায় ভারতীয় দলকে কোচিং করিয়েছেন কনস্টানটাইন। প্রথমবার কোচ হয়ে আসেন ২০০২-এ। ২০০৫ পর্যন্ত জাতীয় দলের কোচ ছিলেন তিনি। এরপর ২০১৫ সালে ফের ভারতীয় দলের কোচ হন কনস্টানটাইন। ২০১৯ পযর্ন্ত দায়িত্ব সামলান তিনি। সেই সময় তাঁর কোচিং-এ অনেক সাফল্যে পায় টিম ইন্ডিয়া। তাঁর অধীনে সাফ কাপ জেতে সুনীল ছেত্রীরা। ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতে এবং এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করে। অল্পের জন্য এশিয়ান কাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি ভারত।

এদিকে কোচের পাশাপাশি ফুটবলারদেরও পাকা করে ফেলল লাল-হলুদ কর্তারা। সূত্রের খবর, শৌভিক চক্রবর্তী এবং গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরিকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ ক্লাব ইতিমধ্যেই একাধিক ভারতীয় ফুটবলারকে টার্গেট করেছে। তাদের অন‍্যতম হলেন এই দুই বঙ্গতনয়। সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত এবার লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে তারকা মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী এবং গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরীকে। জানা গিয়েছে, হায়দরাবাদ এফসি-কে ট্রান্সফার ফি দিয়ে শৌভিককে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। শুধু তাই নয়, সূত্রের খবর, দলের পুরোনো তারকা ব্রেন্ডন ভানলালরেমডিকাকেও সই করানোর পথে অনেকটাই এগিয়ে গিয়েছে লাল-হলুদ শিবির। এমন কী সদ্য নিজের ফেসবুক প্রোফাইলের কভার ছবি পাল্টে ইস্টবেঙ্গল দলের ছবি দিয়েছেন ব্রেন্ডন নিজেও। যাতে বোঝাই যাচ্ছে লাল-হলুদ জার্সিতে খেলতে চলেছেন তিনি। যদিও এই ফুটবলারদের নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি লাল-হলুদ ক্লাব।

আরও পড়ুন:EastBengal: লাল-হলুদের তরফে ‘ভারত গৌরব’ পাচ্ছেন ঝুলন

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...