মন্ত্রিত্ব থেকে সরানোর পরে তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার, বিকেলে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিচার ব্যবস্থার মধ্য দিয়ে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে, তাঁকে সসম্মানে গ্রহণ করা হবে বলে জানান অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, দোষ প্রমাণ হলে যত বড় নেতা হোন, তাঁকে রেয়াত করবে না দল। ভারতের একটি রাজনৈতিক দল দেখান, যারা অভিযোগ পাওয়ার ৬দিনের মধ্যে ব্যবস্থা নিয়েছে চ্যালেঞ্জ ছুড়ে জানান অভিষেক। তিনি জানান, ২২তারিখ থেকেই ঘটনার উপর নজর রাখছে দল। ঘটনাক্রম দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই বলে দাবি করেন অভিষেক। একই সঙ্গে তিনি জানান, যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, সে তৃণমূলের কেউ নয়।