Sunday, January 18, 2026

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলকে পাশে চাইলেন আলভা, সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব: কুণাল

Date:

Share post:

সামনেই উপ-রাষ্ট্রপতি নির্বাচন। এ রাজ্যের শাসকদল তৃণমুল কংগ্রেস (TMC)আগেই তাঁদের অবস্থান স্পষ্ট করেছে। এবার বিরোধী প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva) তৃণমূলের ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে টুইট করলেন।

উপ-রাষ্ট্রপতি (Vice President) নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ না করায় বিরোধী জোটের ক্ষেত্রে এই লড়াই কঠিন হবে এমনটাই মনে করছেন উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva)। জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankar) প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি। শনিবার, নিজের টুইটারে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী আলভা লিখেছেন, “বিরোধী শিবিরের অন্যতম অংশীদার হল তৃণমূল কংগ্রেস। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ‘নিরপেক্ষ’ থাকার বিষয়টি বিরোধীদের সাহায্য করবে না। এটি শুধু ক্ষমতাসীন দলকে সাহায্য করবে। এখনও সময় আছে – সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং বিবেকের ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ভোট প্রদানের অনুমতি দেওয়ার।”

সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে- ৬ অগস্ট, শনিবার। ঘটনাচক্রে সে দিন দিল্লিতেই থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । যদিও তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ত বদল করার কোনও সম্ভাবনা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। দলের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে (Kunal Ghosh) এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি তাঁর এবং দলের নজরে এসেছে । যেহেতু এটা শীর্ষ নেতৃত্বের বিষয় ,তাই তাঁরা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।


spot_img

Related articles

সামান্য কমল তাপমাত্রা, কুয়াশার দাপট চলবে রাজ্যে

ছুটির সকালের শহরের সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ সামান্য নিম্নমুখী। উত্তুরে হাওয়া না থাকায় কনকনে অনুভূতি কম। তবে ভোরের দিকে...

ফের উড়ানে বোমাতঙ্ক ফিরল: জরুরি অবতরণ ইন্ডিগো-র বিমানের

রবিবার সকালে বোমাতঙ্ক ছড়াল দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর (Bomb threat in Delhi Bagdogra Flight) একটি উড়ানে। বিমানের বাথরুমে...

SIR: লক্ষ্মী-শামির পর শুনানিতে তলব, কমিশনের সিদ্ধান্তে গর্জে উঠলেন নবি

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হয়রানি অব্যহত। জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার পর এবার শুনানিতে ডাক...

অগ্নিসুরক্ষা বিধি না মানায় ২৩ রুফটপ রেস্তোরাঁকে নোটিশ পাঠাবে কলকাতা পুরসভা

অগ্নিসুরক্ষা বিধির শর্ত ছিল রেস্তোরাঁর উপরে কোনও আচ্ছাদন দেওয়া যাবে না এবং ছাদের বেশির ভাগ খোলা রাখতে হবে।...