Sunday, January 11, 2026

হাওড়ায় গাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, জালে ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়ক

Date:

Share post:

বিপুল পরিমাণ টাকা নিয়ে ঝাড়খন্ডের যাওয়ার পথে আটক কংগ্রেসের (Congress) তিন বিধায়ক (MLA)। একটি কালো রঙের গাড়িতে রাজেশ কাশ্যপ, নমন দিক্ষল ও ইরফান আনসারি নামে ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়ক কলকাতা (Kolakata) থেকে রওনা দেন। শনিবার সন্ধে নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কে হাওড়ার রানিহাটি মোড়ের কাছে নাটকীয় কায়দায় তাঁদের গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। ঘটনায় তিন বিধায়ককে আটক করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে, আগে থেকেই জাতীয় সড়কে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশের কর্তারা। সেই সময় তাদের গাড়িটি আটকান তাঁরা। বিধায়কদের ব্যাগের মধ্যে থরে থরে টাকাগুলি সাজানো ছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি কংগ্রেসের বিধায়করা। এত টাকা নিয়ে যাওয়ার বৈধ কোনও কাগজপত্রও তাঁদের কাছে ছিল না বলে অভিযোগ। তিন বিধায়কেরই কথাবার্তায় বিস্তর অসঙ্গতি লক্ষ্য করা যায়। এরপর তাঁদের তিনজনকেই পাঁচলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হাওড়া জেলার(গ্রামীণ) পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানান “বিপুল পরিমাণ ওই টাকা গুণতে ব্যাঙ্ক থেকে মেশিন আনা হয়েছে। গণণার শষে কত টাকা রয়েছে তা জানা যাবে। তবে তিনজনই ঝাড়খন্ডের কংগ্রেসের বিধায়ক। এই সংক্রান্ত পরিচয়পত্র তাদের থেকে পাওয়া গিয়েছে। ওই টাকা নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। কী উদ্দেশ্যে তাঁরা ওই টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন তাও আমাদের কাছে স্পষ্ট নয়। আপাতত ওদের আটক করে পাঁচলা থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।”

আরও পড়ুন- SSC-র নিয়োগ নিয়ে তদন্ত: একনজরে কী কী সম্পত্তির হদিশ পেল ইডি

 

spot_img

Related articles

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...