Saturday, November 8, 2025

আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ, জানিয়ে দিলেন ইমামি কর্তরা

Date:

Share post:

আজ ইস্টবেঙ্গল দিবস (EastBengal)। আর আগামীকালই চুক্তি হচ্ছে ইমামি (Emami) ও ইস্টবেঙ্গলের। তাই লাল-হলুদের ১০৩ তম বছরের জন্মদিনে এসে নিজেদের মুগ্ধতা প্রকাশ করলেন ইমামি কর্তারা। এদিন লাল-হলুদ দিবসে ইমামির তরফ থেকে এসেছিলেল আদিত্য আগারওয়াল ও মনীষ গোয়েঙ্কা। এলেন প্রতিশ্রুতি দিলেন, আসন্ন মরশুমের জন‍্য ভাল দল গড়ার। এদিন অনুষ্ঠান মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে উঠে এল ইস্টবেঙ্গলের খারাপ সময় কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি।

সোমবার সন্ধ্যায় লাল-হলুদ দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে  লাল-হলুদ জনতার মন কেড়ে নিলেন আদিত্য আগারওয়াল ও মনীষ গোয়েঙ্কা। তাঁরা মঞ্চে উঠতেই ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল চিৎকারে কেঁপে উঠল গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। তাঁদের সংবর্ধিত করলেন ক্লাব কর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে পরান হল উত্তরীয়, দেওয়া হল একটি গাছ। এরপরই আদিত্য আগারওয়াল বলেন, “নমস্কার ইমামি ইস্টবেঙ্গল এর শুভেচ্ছা।’ সমবেত জনতার চিৎকার আরও বাড়ল। কিছুটা সময় নিয়ে ফের বললেন, ”উত্তরীয় দেখিয়ে বললেন, এটা আমাদের গর্ব যে এই মঞ্চে আমরা দাঁড়াতে পেরেছি। অনেক উৎকণ্ঠা ছিল সকলের মনে। শুধু বলব, আমাদের পাশে থাকবেন, ধৈর্য রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে ট্রফি হাতে নিয়ে। আমরা ভাল দল গড়ব।”

এদিকে আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ, জানিয়ে দিলেন ইমামি কর্তা আদিত্য আগারওয়াল। কী নামে আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, এই প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করা হলে, আদিত‍্য আগারওয়াল বলেন, ” আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ।”

আসলে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ ইমামি-ইস্টবেঙ্গল নামে খেলবে ক্লাবের ফুটবল টিম। কিন্তু আইএসএলের নিয়মই হল, ইনভেস্টরের নাম ক্লাবের আগে বা পরে জোড়া যাবে না। এএফসির নিয়ম আইএসএলে ক্লাবের আগে বা পরে ইনভেস্টোর কোম্পানির নাম বসবে না। তাই ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...