বোমা বিস্ফোরণে (Bomb Blast) ফের কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতন (Danton) । এখানকার পুন্দড়া গ্রামে গতরাতে হঠাৎ বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানিয়েছেন, এক ব্যক্তির বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা ছিল বোমা। আর সেই বোমা হঠাৎই ফেটে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় বাড়ি মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

আরও পড়ুনঃ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ ফের স্বাস্থ্যপরীক্ষা পার্থ-অর্পিতার
অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ অধর গড়াইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। গেরুয়া শিবিরের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই বোমা মজুত করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণে তীব্রতা এতটাই আশেপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নুড়ি পাথর। এরপর দাঁতন থানার পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিককে গ্রেফতার করে তাঁরা।

ধৃত অধর গোরাইয়ের পরিবারের তরফে জানান হয়েছে যে তাঁদের পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে দুষ্কৃতীরা ওই বোমা লুকিয়ে রেখেছিল। আজ ধৃতকে দাঁতন আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
