Monday, November 10, 2025

ভয়াবহ মূল্যবৃদ্ধিতে নাকাল দেশবাসী: অর্থমন্ত্রী নির্মলাকে একহাত নিলেন অধীর

Date:

Share post:

দেশে বাড়তে থাকা মূল্যবৃদ্ধির(Price Hike) জেরে নাকাল দেশবাসী। দীর্ঘ টালবাহানার পর সংসদে এবিষয়ে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্র সরকার। মূল্যবৃদ্ধি নিয়েই এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhari)। স্পষ্ট ভাষায় জানালেন, কেন্দ্রের(Central) তরফে যে সব বক্তব্য পেশ করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই, সবই কথার কথা। মানুষের কাছে প্রশ্ন করুন মূল্যবৃদ্ধিতে তাদের পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে। সরকার দেখানোর চেষ্টা করছে সব কিছু ঠিক আগে। কিন্তু বাজারে আগুন লেগেছে। মানুষের পকেটে আগুন লেগেছে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধীর বলেন, সরকার নিজেকে বাঁচাতে কোথায় কোথায় ইউপিএ আমলের উদাহরণ টানে। একটা সময়ে সিলিন্ডার ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা ছিল। পেট্রোল ডিজেলের দাম কোথা থেকে আজ কোথায় এসে পৌঁছে গিয়েছে। টাকার দাম পড়তে পড়তে আজ কোথায় এসে ঠেকেছে। অথচ সংসদে বেকার তথ্য খাড়া করে সাফাই দিচ্ছে কেন্দ্র। মূল সমস্যা ছেড়ে অন্য বিষয়ে কথা বলা হচ্ছে। প্রতিবাদ করলে বের করে দেওয়া হচ্ছে। অধীর আরও বলেন, এই সরকার শুধু জ্ঞান দেয় দেশে “রাবড়ি কালচার'(বিনামূল্যে বিতরণের সংস্কৃতি) শেষ করতে হবে। “খাদ্য অধিকার আইন” যা ভারতে চালু হয়েছিল সোনিয়া জি এবং মনমোহন সিংয়ের সময়ে। তারই আওতায় আজ ভারতের দরিদ্র মানুষ সস্তায় খাদ্যশস্য পাচ্ছে। এটা তাদের অধিকার। আর সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে মোদি সরকার

মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে অধীর আরও বলেন, করোনাকালে যখন বিরোধীদের তরফে মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের বেহাল অবস্থায় দাবি করা হয়েছিল বিনামূল্যে রেশন দেওয়ার। এই রেশন কোনও দয়া নয়, সরকারের দায়িত্ব। সরকারি গুদামে খাদ্যশস্য জমে ছিল সেটাই দেওয়া হয়েছে। এবং সেটা সাধারণ মানুষের পাওয়ার অধিকার।


spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...