Monday, November 17, 2025

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩৫ লক্ষ টাকা, আটক ব্যক্তি

Date:

Share post:

ফের শহরে টাকা উদ্ধার। এবার হাওড়া স্টেশন। বুধবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল নগদ ৩৫ লক্ষ টাকা। ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার সময় রেল পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজকুমার সোনি। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে। বুধবার ডাউন চম্বল এক্সপ্রেসে হাওড়া স্টেশনে এসে নেমেছিল ওই ব্যক্তি। স্টেশন থেকে বেরোনোর সময় আরপিএফের রুটিন তল্লাশির মুখে পড়ে ব্যাগ সমেত ধরা পড়ে যায় সে। তল্লাশিতে তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় প্রথমে কিছুটা হতবাক হয়ে যান রেশ পুলিশের আধিকারিকরা। জানা গেছে, ওই টাকা নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজপত্র ছিল না। এই টাকা সে কোথা থেকে কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা-ও স্পষ্ট করে জানাতে পারেনি। তাঁর কথাবার্তায় বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। এরপরই ওই টাকা বাজেয়াপ্ত করে রেলপুলিশের পক্ষ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে আয়কর দফতরকেও খবর দেওয়া হয়। সন্ধ্যায় আয়কর দফতরের অফিসারেরা এসে তাঁকে জেরা করেন। বাজেয়াপ্ত টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, বিপুল পরিমাণ ওই টাকা কেন নিয়ে যাচ্ছিল তার কোনও উত্তর দিতে পারেনি ওই ব্যক্তি। এমনকী এই টাকা নিয়ে যাওয়ার সাপেক্ষে সে কোনও তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি। ওই টাকা হাওলার মাধ্যমে পাচার হচ্ছিল কিনা নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার হাওড়ায় রানিহাটি মোড়ে বম্বে রোডে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। ফের হাওড়ায় ৩৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সম্ভাব্য সমস্ত দিকই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।

আরও পড়ুন- ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার নামে ৩০টির বেশি বীমা পলিসি! সবকটির নমিনি পার্থ

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...