মানুষের উন্নয়নই অগ্রাধিকার: মন্ত্রিসভার রদবদলের পর অভিনন্দন জানিয়ে বার্তা অভিষেকের

মন্ত্রিসভায় রদবদল। বুধবার, শপথ নিলেন ৫ পূর্ণ মন্ত্রী দুজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। এঁদের মধ্যে আটজনই নতুন মুখ। দফতর বণ্টন হয়ে যাওয়ার পর নিজের twitter হ্যান্ডেলে নবনিযুক্ত মন্ত্রী-সহ সমগ্র মন্ত্রিসভা এবং পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। একই সঙ্গে বার্তা দিলেন মানুষের উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়ার।

অভিষেক লেখেন, “সব নবনিযুক্ত মন্ত্রী এবং সমগ্র মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গ সরকারকে আন্তরিক অভিনন্দন। নতুন চ্যালেঞ্জ নিয়ে মানুষ এবং তাঁদের উন্নয়নকেই আমাদের সব সময় অগ্রাধিকার দিতে হবে। আসুন একসাথে, বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাই!
জয় বাংলা!”

আরও পড়ুন- হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩৫ লক্ষ টাকা, আটক ব্যক্তি

 

Previous articleহাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩৫ লক্ষ টাকা, আটক ব্যক্তি
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ