Thursday, November 13, 2025

উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের নির্দেশ অমান্য, ফের শিশির দিব্যেন্দুকে চিঠি সুদীপের

Date:

Share post:

আগেই দলের তরফে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। দলের সিদ্ধান্ত যেন তাঁরাও মানেন।কিন্তু দলের সেই সিদ্ধান্ত না মেনেই পিতা পুত্র ভোট দেন। যা নিয়ে রীতিমতো বিরক্ত তৃণমূল নেতৃত্ব। শিশির-দিব্যেন্দুর সাংসদ পর খারিজ করার জন্য আগেই লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর করার কথা বলেছিলেন তিনি।

শনিবারের ঘটনার পর শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে আবারও চিঠি দিল দল। উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে ভোট দেওয়ার জন্য এই চিঠি। লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় এই চিঠিতে লিখেছেন দল পুরো বিষয়টি নজরে রাখছে।

আরও পড়ুন- আমি দলের অনুগত সৈনিক: মোদি-মমতা বৈঠক নিয়ে বিরোধীদের অভিযোগের সপাট জবাব দিয়ে মন্তব্য কুণালের

বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের মতে, ‘তাঁদের কাছে (শিশির-দিব্যেন্দু) এটাই প্রত্যাশিত। তাঁরা কোন দলের প্রতি অনুগত, তা আবারও প্রমাণিত হল।’ রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় বলেন, ‘রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে ‘হুইপ’ জারি করা হয় না। সেদিক থেকে যে কেউ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। কিন্তু দল যখন আনুষ্ঠানিকভাবে এই মতদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ও তাঁরাও (শিশির-দিব্যেন্দু) যখন এখনও পর্যন্ত খাতায়-কলমে দলেরই সাংসদ, তখন সেই নির্দেশ মেনে চলা উচিত ছিল। এহেন দ্বিচারিতার কোনও স্থান নেই দলে।’

 

 

 

spot_img

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...