Saturday, November 15, 2025

CBI-এর তলবে সোমবার যেতে পারবেন না- ইমেলে জানালেন অনুব্রত

Date:

Share post:

সিবিআইয়ের তলবে হাজিরা দিচ্ছেন না- জানালেন বীরভূমের জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সোমবার, তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তিনি হাজির হতে পারবেন না বলে রবিবারই অনুব্রতর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। ইমেল করে যেতে না পারার কারণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। সেখানে বলা হয়েছে, তিনি অসুস্থ। চিকিৎসা চলছে। ইমেলে তাঁকে সময় দেওয়ার আর্জি জানানো হয়েছে বলে সূত্রের খবর।

গরু পাচার মামলায় গত বুধবার বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী এবং নেতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। ইডি-র সঙ্গে যৌথ তল্লাশিতে ছিল সিবিআই-ও (CBI)৷ অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি, অফিস এবং পেট্রোল পাম্পে তল্লাশি চালায় ইডি ও সিবিআই। তাঁকে ১০ঘণ্টা জেরা করা হয়। ইতিমধ্যেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।

এই সব জায়গা থেকে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সূত্রের খবর। এর আগে তাঁকে পাঁচবার নোটিশ দেয় সিবিআই। পঞ্চম নোটিশের পরে তিনি নিজাম প্যালেসের পর SSKM হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই তাঁকে ফের নোটিশ পাঠায় CBI। হাজিরা দেন অনুব্রত। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার সপ্তমবার অনুব্রতকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সোমবার তিনি যেতে পারবেন না, তা রবিবারই জানিয়ে দিয়েছেন সিবিআইকে।

 

 

 

 

spot_img

Related articles

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...