Sunday, January 11, 2026

CBI-এর তলবে সোমবার যেতে পারবেন না- ইমেলে জানালেন অনুব্রত

Date:

Share post:

সিবিআইয়ের তলবে হাজিরা দিচ্ছেন না- জানালেন বীরভূমের জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সোমবার, তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তিনি হাজির হতে পারবেন না বলে রবিবারই অনুব্রতর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। ইমেল করে যেতে না পারার কারণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। সেখানে বলা হয়েছে, তিনি অসুস্থ। চিকিৎসা চলছে। ইমেলে তাঁকে সময় দেওয়ার আর্জি জানানো হয়েছে বলে সূত্রের খবর।

গরু পাচার মামলায় গত বুধবার বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী এবং নেতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। ইডি-র সঙ্গে যৌথ তল্লাশিতে ছিল সিবিআই-ও (CBI)৷ অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি, অফিস এবং পেট্রোল পাম্পে তল্লাশি চালায় ইডি ও সিবিআই। তাঁকে ১০ঘণ্টা জেরা করা হয়। ইতিমধ্যেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।

এই সব জায়গা থেকে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সূত্রের খবর। এর আগে তাঁকে পাঁচবার নোটিশ দেয় সিবিআই। পঞ্চম নোটিশের পরে তিনি নিজাম প্যালেসের পর SSKM হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই তাঁকে ফের নোটিশ পাঠায় CBI। হাজিরা দেন অনুব্রত। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার সপ্তমবার অনুব্রতকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সোমবার তিনি যেতে পারবেন না, তা রবিবারই জানিয়ে দিয়েছেন সিবিআইকে।

 

 

 

 

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...