Sunday, November 9, 2025

Maharastra: কুসংস্কারের বলি পাঁচ বছরের শিশু কন্যা, গ্রেফতার মা বাবা

Date:

Share post:

অন্ধ বিশ্বাস আর কুসংস্কারের (Superstition)বলি এক বছর পাঁচেকের শিশুকন্যা। তাঁকে হত্যার অভিযোগে মা ,বাবা এমনকি কাকিমাকেও গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় শিশুটির মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তাঁর পরিবারের লোকেরা। এর পরই অন্ধবিশ্বাসের জেরে কুসংস্কারের নামে বেধড়ক মারধোর করা হয় ঐ শিশুকন্যাকে (girl child)। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মেডিকেল রিপোর্টে (Medical report) জানা গেছে।

২০২২ এর এতটা সময় পেরিয়ে গিয়েও এখনও কুসংস্কারে জর্জরিত সমাজ। মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur, Maharastra) মর্মান্তিক ঘটনা যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুভাষ নগরের (Subhash Nagar) পাঁচ বছরের ফুটফুটে শিশুকন্যার মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেন তাঁর পরিবার। এরপর অভিযুক্ত বাবা সিদ্ধার্থ চিমনে (৪৫), মা রঞ্জনা ও কাকিমা প্রিয়া (৩২) শুক্রবার গভীর রাতে কুসংস্কারের নামে বেধড়ক মারধোর করেন শিশুটির উপরে। একের পর এক চর ও ঘুসির চোটে অজ্ঞান হয়ে যায় সে। পুলিশ একটি ভিডিও ক্লিপ পেয়েছে, সেখানে দেখা গিয়েছে, কিছু প্রশ্ন করা হচ্ছে শিশুকন্যাকে, সে উত্তর দিতে পারছে না।এরপরেই সন্দেহের বশে শিশুটিকে নির্মম ভাবে মারধর করা হয়। মারের চোটেই মাটিতে পড়ে যায় সে এবং জ্ঞান হারায়। এরপর অজ্ঞান অবস্থাতেই তাঁকে স্থানীয় হাসপাতালে না নিয়ে গিয়ে তাকালঘাটের দরগায় যায় পরিবার। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয় নি। এরপরই পরিবারের লোকেরা পালিয়ে যান। হাসপাতালের এক নিরাপত্তারক্ষীর তোলা ছবি দেখে পুলিশ অভিযুক্তদের সন্ধান পায়। এরপর তাঁদের গ্রেফতার করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...