Wednesday, August 27, 2025

Maharastra: কুসংস্কারের বলি পাঁচ বছরের শিশু কন্যা, গ্রেফতার মা বাবা

Date:

Share post:

অন্ধ বিশ্বাস আর কুসংস্কারের (Superstition)বলি এক বছর পাঁচেকের শিশুকন্যা। তাঁকে হত্যার অভিযোগে মা ,বাবা এমনকি কাকিমাকেও গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় শিশুটির মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তাঁর পরিবারের লোকেরা। এর পরই অন্ধবিশ্বাসের জেরে কুসংস্কারের নামে বেধড়ক মারধোর করা হয় ঐ শিশুকন্যাকে (girl child)। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মেডিকেল রিপোর্টে (Medical report) জানা গেছে।

২০২২ এর এতটা সময় পেরিয়ে গিয়েও এখনও কুসংস্কারে জর্জরিত সমাজ। মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur, Maharastra) মর্মান্তিক ঘটনা যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুভাষ নগরের (Subhash Nagar) পাঁচ বছরের ফুটফুটে শিশুকন্যার মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেন তাঁর পরিবার। এরপর অভিযুক্ত বাবা সিদ্ধার্থ চিমনে (৪৫), মা রঞ্জনা ও কাকিমা প্রিয়া (৩২) শুক্রবার গভীর রাতে কুসংস্কারের নামে বেধড়ক মারধোর করেন শিশুটির উপরে। একের পর এক চর ও ঘুসির চোটে অজ্ঞান হয়ে যায় সে। পুলিশ একটি ভিডিও ক্লিপ পেয়েছে, সেখানে দেখা গিয়েছে, কিছু প্রশ্ন করা হচ্ছে শিশুকন্যাকে, সে উত্তর দিতে পারছে না।এরপরেই সন্দেহের বশে শিশুটিকে নির্মম ভাবে মারধর করা হয়। মারের চোটেই মাটিতে পড়ে যায় সে এবং জ্ঞান হারায়। এরপর অজ্ঞান অবস্থাতেই তাঁকে স্থানীয় হাসপাতালে না নিয়ে গিয়ে তাকালঘাটের দরগায় যায় পরিবার। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয় নি। এরপরই পরিবারের লোকেরা পালিয়ে যান। হাসপাতালের এক নিরাপত্তারক্ষীর তোলা ছবি দেখে পুলিশ অভিযুক্তদের সন্ধান পায়। এরপর তাঁদের গ্রেফতার করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...