Thursday, November 13, 2025

নিয়োগ দুর্নীতিতে ১০০ এজেন্ট লাগিয়ে ছিলেন পার্থ, ইডিকে চাঞ্চল্যকর তথ্য অর্পিতার

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। ঘুরপথে নিয়োগ করতে কমপক্ষে ১০০ জন এজেন্ট কাজে লাগিয়ে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ, পার্থর নির্দেশে এসএসসি দফতরের একেবারে সমান্তরাল একটি অফিস খুলেছিলেন তাঁর এজেন্টরা। যার সঙ্গে যোগাযোগ ছিল অনেক আধিকারিকদেরও। তাঁরাও পার্থ চট্টোপাধ্যায়ের অঙ্গুলিহেলনে কাজ করতেন।

অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের খাতা এসএসসি দফতর থেকে গোপনে বাইরে আনতেন পার্থর এই এজেন্টরা। সমান্তরাল অফিসে বসে সমস্ত কিছু খতিয়ে দেখে সেখান থেকে নতুন তালিকা তৈরি হতো। সেই তালিকা ফের এসএসসি অফিসে পাঠাতো এজেন্টরা। বিপুল টাকার লেনদেন করে অযোগ্য প্রার্থীদের এভাবে নিয়োগ চলতো। অর্পিতাকে জেরার মাধ্যমে এবার পার্থর এজেন্টদের তালিকা তৈরি করেছে ইডি। একে একে তাদের নোটিশ পাঠানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

গ্রুপ ডি, প্রাথমিক-উচ্চ প্রাথমিক থেকে শুরু করে নবম-দশম , একাদশ-দ্বাদশের নিয়োগে দুর্নীতি করার কাজ একেবারে কর্পোরেট কায়দায় পরিচালনা করতেন পার্থ চট্টোপাধ্যায়। টাকার বিনিময়ে নিয়োগের জন্য রাজ্যজুড়ে বাছাই করা বিশ্বস্ত এজেন্টদের কাজে লাগানো হয়েছিল।

আরও পড়ুন- ২০০০ সালে প্রথম, নজিরবিহীনভাবে ২২ বছরে অষ্টমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ
ইডির দাবি, মন্ত্রী হওয়ার ক্ষমতা বলে পার্থ ওই এজেন্টদের নিয়োগের সময় শিক্ষা দফতরের ভুয়ো পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এসএসসি অফিসেই বের করা হতো তার প্রিন্টআউট। এই কার্ড দেখিয়ে শিক্ষা দফতরে পার্থর সঙ্গে অনায়াসে সঙ্গে দেখা আসতো এজেন্টরা। নিজেদের শিক্ষা দফতরের আধিকারিক বলেও চাকরি প্রার্থীদের কাছে পরিচয় দিতো পার্থর এই এজেন্টরা।

তদন্তকারীরা জানতে পেরেছেন, সমান্তরাল অফিসে বসে কর্পোরেট কায়দায় অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে মোটা অঙ্কের ডিল করতো পার্থর এজেন্টরা। পদ অনুসারে নির্দিষ্ট ছিল টাকার অঙ্ক। ডিল চূড়ান্ত হলে সেই তালিকা এসএসসি দফতরে পৌঁছে দিতো এজেন্টরা। সেই মতো তৈরি হতো নিয়োগ তালিকা। এভাবেই নিয়োগ দুর্নীতির মাধ্যমে এজেন্টদের দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন পার্থ, দাবি ইডির। এবার রহস্যের শিকড়ে পৌঁছতে সেই এজেন্টরা ইডি র‍্যাডারের তলায়। এই এজেন্টদের অনেকেই পার্থ ঘনিষ্ঠ নেতা বলেও জানতে পেতেছেন তদন্তকারীরা ইডির তালিকায় বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান ছাত্রযুবর নামে আছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...