Monday, January 12, 2026

ছুটি শেষেও কাজে যোগ দিলেন না বোলপুর হাসপাতালের সুপার, শুরু বিতর্ক

Date:

Share post:

গত শনিবার থেকেই তিনি ছুটিতে ছিলেন। আজ শুক্রবারই কাজে যোগ দেওয়ার কথা ছিল বোলপুর মহকুমা হাসপাতালের সুপার (Hospital Super) বুদ্ধদেব মুর্মুর। কিন্তু ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও  তিনি কাজে যোগ দিলেন না।বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)।

ছুটিতে থাকাকালীন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে তিনি নির্দেশ দেন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাড়িতে গিয়ে চিকিৎসা করতে।তার নিরেদেশেই বোলপুর মহকুমা হাসপাতালের একদল চিকিৎসক অনুব্রত মন্ডলের বাড়ি যান। এরপরই বিস্ফোরক দাবি করেছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর অভিযোগ, বীরভূম জেলা তৃণমূল সভাপতি তাঁকে সাদা কাগজে ‘বেড রেস্ট’ (Bed Rest) লিখে দেওয়ার কথা বলেছিলেন। বোলপুর মহকুমা হাসপাতালের সুপারও অনুব্রতর অনুরোধ অনুযায়ী সাদা কাগজে ‘বেড রেস্ট’  লিখে দিতে বলেন। চন্দ্রনাথের সেই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়।

এদিকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর চব্বিশ ঘন্টার মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয় চন্দ্রনাথ অধিকারীকে । তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।চিকিৎসক বলেন,  আমি একজন জেনারেল সার্জন ও একজন সরকারি কর্মচারী। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিনটেনডেন্টের নির্দেশ মানতে বাধ্য। ফলে আমাকে সুপার যা বলেছেন আমি সেই কাজ করেছি। আমি সুপারকে বলেছিলাম, অনুব্রতকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু উনি বলেছিলেন হাসপাতালে আনার দরকার নেই। বাড়িতে যান। প্রয়োজনে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখবেন।

 

 

 

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...