Sunday, August 24, 2025

ছুটি শেষেও কাজে যোগ দিলেন না বোলপুর হাসপাতালের সুপার, শুরু বিতর্ক

Date:

Share post:

গত শনিবার থেকেই তিনি ছুটিতে ছিলেন। আজ শুক্রবারই কাজে যোগ দেওয়ার কথা ছিল বোলপুর মহকুমা হাসপাতালের সুপার (Hospital Super) বুদ্ধদেব মুর্মুর। কিন্তু ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও  তিনি কাজে যোগ দিলেন না।বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)।

ছুটিতে থাকাকালীন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে তিনি নির্দেশ দেন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাড়িতে গিয়ে চিকিৎসা করতে।তার নিরেদেশেই বোলপুর মহকুমা হাসপাতালের একদল চিকিৎসক অনুব্রত মন্ডলের বাড়ি যান। এরপরই বিস্ফোরক দাবি করেছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর অভিযোগ, বীরভূম জেলা তৃণমূল সভাপতি তাঁকে সাদা কাগজে ‘বেড রেস্ট’ (Bed Rest) লিখে দেওয়ার কথা বলেছিলেন। বোলপুর মহকুমা হাসপাতালের সুপারও অনুব্রতর অনুরোধ অনুযায়ী সাদা কাগজে ‘বেড রেস্ট’  লিখে দিতে বলেন। চন্দ্রনাথের সেই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়।

এদিকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর চব্বিশ ঘন্টার মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয় চন্দ্রনাথ অধিকারীকে । তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।চিকিৎসক বলেন,  আমি একজন জেনারেল সার্জন ও একজন সরকারি কর্মচারী। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিনটেনডেন্টের নির্দেশ মানতে বাধ্য। ফলে আমাকে সুপার যা বলেছেন আমি সেই কাজ করেছি। আমি সুপারকে বলেছিলাম, অনুব্রতকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু উনি বলেছিলেন হাসপাতালে আনার দরকার নেই। বাড়িতে যান। প্রয়োজনে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখবেন।

 

 

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...