Monday, November 10, 2025

ওয়াশিংটন সুন্দরের চোট, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার শাহবাজ, খুশি লক্ষ্মী

Date:

Share post:

বড় খবর। আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ( India Team) সুযোগ পেলেন বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ঘরোয়া ক্রিকেটে লাগাতার অসাধারণ পারফর্মেন্সের পুরষ্কার পেলেন শাহবাজ। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে নেওয়া হল শাহবাজ আহমেদকে। শাহবাজের ভারতীয় দলে সুযোগ হওয়ায় খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে চোট পান ওয়াশিংটন সুন্দর। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলে ছিলেন তিনি। কিন্তু চোট পেয়ে ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় সুযোগ পেলেন শাহবাজ।

ভারতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছসিত শাহবাজ। এদিন তিনি বলেন,” খুবই ভালো লাগছে। সবার কাছেই আশা থাকে দেশের জার্সি পড়ে খেলার। ভারতীয় দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেব। নিজের ১০০ শতাংশ উজার করে দেব। আরসিবির হয়ে খেলার সময়, বাংলার হয়ে খেলার সময় যা যা শিখেছি, তা উজার করে দেব।”

শাহবাজের ভারতীয় দলে ডাক পাওয়া খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি বললেন, “অনেক দিন পর বাংলার কোনও ক্রিকেটার ভারতীয় দলে ডাক পেল। ফাঁড়া কাটল। আশা করব ও ম্যাচ খেলার সুযোগ পাবে, নিজেকে প্রমাণ করতে পারবে।”

২০২২ আইপিএলে শাহবাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন। ১৬ ম্যাচে ২১৯ রান ও চারটি উইকেট নিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে ১৮ ম্যাচে ৪১ এর ব্যাটিং গড় ও ১৯ এর বোলিং গড় রয়েছে শাহবাজের।

আগামী বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া। এরপর শনিবার ও আগামী সোমবার বাকি দুই ওয়ানডে খেলবে ভারত।

আরও পড়ুন:কী করলে উঠবে AIFF থেকে নির্বাসন? উত্তর দিয়েছে FIFA

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...