হোর্ডিং তো দলের নয়, উৎসাহী কেউ করে থাকতে পারেন: কুণাল

তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের নেত্রী হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই দলের সেনাপতি।

দক্ষিণ কলকাতায় অভিষেকের ছবি দিয়ে ‘নতুন তৃণমূল’-এর ঘোষণা সম্বলিত হোর্ডিং সমগ্র পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মাত্রা যোগ করেছে।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘‘ওই হোর্ডিং তো দলের নয়। উৎসাহী কেউ করে থাকতে পারেন। অভিষেকের বক্তৃতা থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে। কাউকে তুলে ধরার কথা অর্থহীন। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে।’’
তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের নেত্রী হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই দলের সেনাপতি। সেক্ষেত্রে অভিষেক বহুবার নতুন তৃণমূলের কথা বলেছেন। নতুন তৃণমূল বলতে আরও শৃঙ্খলাবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কুণাল ঘোষ আরও বলেন, বিষয়টিকে বিরোধীরা যেভাবে সামনে রাখছেন তা মোটেই ঠিক নয়।
বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতৃত্ব। এবং এই হোর্ডিং নিয়ে তারা কোনওভাবেই মাথা ঘামাতে রাজি নন।

সৌগত রায় বললেন, ‘‘ নয়া তৃণমূল নিয়ে আমার জানা নেই৷ কারা হোর্ডিং দিল সেটা জানিনা। অভিষেক নয়া তৃণমূলের কথা বলেছেন। এই বিষয়ে কখনও কখনও কথা হয়েছে। তবে এই ক্যাম্পেন হোর্ডিং বা টাইমলাইন সম্পর্কে জানিনা৷ সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপারে আমার জানা নেই।’’