Thursday, August 21, 2025

ফের কাঠগড়ায় মহিলার ‘পোশাক’! আদালতে ধোপে টিকল না শ্লীলতাহানির অভিযোগ

Date:

Share post:

অভিযোগকারিণীর পোশাক ‘উস্কানিমূলক’! আর সেই কারণেই যৌন নিগ্রহের অভিযোগ যুক্তিযুক্ত নয়। মালায়লম সাহিত্যিক তথা সমাজকর্মী সিভিক চন্দ্রনের (Civic Chandran) আগাম জামিনের আবেদন মঞ্জুর (Bail Granted) করল কেরলের কোঝিকোড় আদালত (Kozhikode Court)। সম্প্রতি কেরলের ওই আদালতে একটি যৌন হেনস্থার (Assault) মামলা দায়ের করেন এক অল্প বয়সী লেখিকা। আর সেই মামলায় অভিযুক্ত ছিলেন চন্দ্রন। মামলায় রায়দানের সময় আদালতের বিচারপতি সাফ জানান, ভারতীয় সংবিধানের ৩৫৪ এ (Article 354A) ধারা অনুযায়ী অভিযোগকারিণী যখন নিজেই ‘উস্কানিমূলক পোশাক পরেছিলেন’ সেক্ষেত্রে মামলাটির কোনও ভিত্তিই নেই।

সম্প্রতি ৭৪ বছর বয়সী ওই মালায়লম সাহিত্যিক (Malayalam Writer) আদালতে আগিম জামিনের আবেদন জানান। তারই প্রেক্ষিতে অভিযোগকারিণী আদালতের কাছে বেশ কিছু ছবিও জমা দেন। গত ১২ আগস্ট সমাজকর্মীর জামিনের আবেদন মঞ্জুর করে বলে খবর। তবে, পেশ করা ছবি নিয়ে আদালতের মন্তব্য, এটা প্রমাণিত যে অভিযোগকারিণী মহিলার পোশাক উস্কানিমূলক ছিল। আর সেই কারণেই সংবিধানের ধারা অনুযায়ী কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। আদালত আরও জানিয়েছে একজন বৃদ্ধ যিনি শারীরিকভাবে অসুস্থ তাঁর পক্ষে অভিযোগকারিণীকে শ্লীলতাহানি সম্ভব নয়। অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন মামলা করেছেন অভিযোগকারিণী, এমনটাই মনে করছে আদালত।

তবে সাহিত্যিক চন্দ্রনের পাল্টা অভিযোগ, ওই মহিলা লেখিকা তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি জানান, গত এপ্রিলে এক অনুষ্ঠানে তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে যান অভিযোগকারিণী। সেখানে উপস্থিত ছিলেন মালায়লম সাহিত্যিকও। তবে ওই অনুষ্ঠানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে কেউই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তোলেননি। তবে অভিযোগকারিণী সাফ জানিয়েছেন, ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়েই ছাড় পেয়ে যাচ্ছেন অভিযুক্ত সাহিত্যিক। তবে তিনিও যে দমার পাত্রী নন তা সাফ জানিয়ে দেন কেরলের লেখিকা।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...