Friday, November 7, 2025

সামান্য সরকারি চাকুরের সম্পত্তি ৩০০ কোটি টাকা !

Date:

Share post:

পেশায় সরকারি চাকুরে। কিন্তু তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের জব্বলপুরে। গোপন সূত্রে খবর পেয়ে জব্বলপুরের আঞ্চলিক পরিবহণ আধিকারিক সন্তোষ পাল সিং-এর বাড়িতে গভীর রাতে অভিযান চালায় অর্থনৈতিক অপরাধ শাখা তথা EOW। তাঁর বাড়ি থেলে ১৬ লক্ষ টাকা নগদ এবং বহুমূল্য গয়না উদ্ধার করেন আধিকারিকরা। যদিও জানা গিয়েছে, এই সামান্য পরিমাণ টাকা অভিযুক্ত সরকারি চাকুরীজীবী সন্তোষ পাল  সিং-এর মালিকাধীন সম্পত্তির সামান্য অংশমাত্র।

আরও পড়ুন: Uttarpradesh: বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম, প্রকাশ্যে জুতোপেটা খেলেন বিজেপি নেতা

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ওই সরকারি আধিকারিক সন্তোষ পাল সিং ৩০০ কোটি টাকার সম্পদের মালিক। সন্তোষ পাল নিজে আরটিও আধিকারিক। তাঁর স্ত্রী রেখা পালও একই অফিসে করণিকের কাজ করেন।শুধু স্ত্রীই নন, আরটিওতে কাজ করেন সন্তোষের বেশ কয়েকজন আত্মীয়ও। তিনি ছয়টি বাড়ি এবং একটি খামারবাড়ির মালিক। তাঁর নামে রয়েছে দুটি দোকানও। এছাড়াও, তাঁর রয়েছে একটি স্করপিও, একটি পালসার বাইক এবং একটি বুলেট।

গত চার বছর ধরে জবলপুরে পোস্টিংয়ে ছিলেন  সন্তোষ পাল সিং। প্রায় দু’বছর ধরে এই আধিকারিকের গতিবিধি এবং তাঁর সম্পত্তির উপর নজর রাখছিল ইওডব্লিউ। দু’বছরে তাঁর সম্পত্তি আয়ের তুলনায় ৬৫০ গুণ বেড়েছে বলে জানিয়েছে ইওডব্লিউ।

সন্তোষ পাল সিং-এর মাসিক বেতন ৬৫ হাজার টাকা। কিন্তু কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী তিনি কীভাবে হলেন, তা দেখে তাজ্জব গোটা দেশ। জব্বলপুরের শতান্দীপুরমে ১০ হাজার বর্গফুটের দুটো বাড়িও রয়েছে তাঁর। এছাড়া গৌরীঘাটে ১,২৪৭ বর্গফুট এবং ১,১৫০ বর্গফুটের দু’টি বাড়ি এবং আরও দু’টি বাড়ি রয়েছে তাঁর নামে। বিপুল পরিমাণ এই সম্পত্তি কীভাবে তাঁর কাছে এলো, কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে ইওডব্লিউ।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...