Sunday, January 11, 2026

সামান্য সরকারি চাকুরের সম্পত্তি ৩০০ কোটি টাকা !

Date:

Share post:

পেশায় সরকারি চাকুরে। কিন্তু তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের জব্বলপুরে। গোপন সূত্রে খবর পেয়ে জব্বলপুরের আঞ্চলিক পরিবহণ আধিকারিক সন্তোষ পাল সিং-এর বাড়িতে গভীর রাতে অভিযান চালায় অর্থনৈতিক অপরাধ শাখা তথা EOW। তাঁর বাড়ি থেলে ১৬ লক্ষ টাকা নগদ এবং বহুমূল্য গয়না উদ্ধার করেন আধিকারিকরা। যদিও জানা গিয়েছে, এই সামান্য পরিমাণ টাকা অভিযুক্ত সরকারি চাকুরীজীবী সন্তোষ পাল  সিং-এর মালিকাধীন সম্পত্তির সামান্য অংশমাত্র।

আরও পড়ুন: Uttarpradesh: বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম, প্রকাশ্যে জুতোপেটা খেলেন বিজেপি নেতা

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ওই সরকারি আধিকারিক সন্তোষ পাল সিং ৩০০ কোটি টাকার সম্পদের মালিক। সন্তোষ পাল নিজে আরটিও আধিকারিক। তাঁর স্ত্রী রেখা পালও একই অফিসে করণিকের কাজ করেন।শুধু স্ত্রীই নন, আরটিওতে কাজ করেন সন্তোষের বেশ কয়েকজন আত্মীয়ও। তিনি ছয়টি বাড়ি এবং একটি খামারবাড়ির মালিক। তাঁর নামে রয়েছে দুটি দোকানও। এছাড়াও, তাঁর রয়েছে একটি স্করপিও, একটি পালসার বাইক এবং একটি বুলেট।

গত চার বছর ধরে জবলপুরে পোস্টিংয়ে ছিলেন  সন্তোষ পাল সিং। প্রায় দু’বছর ধরে এই আধিকারিকের গতিবিধি এবং তাঁর সম্পত্তির উপর নজর রাখছিল ইওডব্লিউ। দু’বছরে তাঁর সম্পত্তি আয়ের তুলনায় ৬৫০ গুণ বেড়েছে বলে জানিয়েছে ইওডব্লিউ।

সন্তোষ পাল সিং-এর মাসিক বেতন ৬৫ হাজার টাকা। কিন্তু কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী তিনি কীভাবে হলেন, তা দেখে তাজ্জব গোটা দেশ। জব্বলপুরের শতান্দীপুরমে ১০ হাজার বর্গফুটের দুটো বাড়িও রয়েছে তাঁর। এছাড়া গৌরীঘাটে ১,২৪৭ বর্গফুট এবং ১,১৫০ বর্গফুটের দু’টি বাড়ি এবং আরও দু’টি বাড়ি রয়েছে তাঁর নামে। বিপুল পরিমাণ এই সম্পত্তি কীভাবে তাঁর কাছে এলো, কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে ইওডব্লিউ।

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...