Monday, August 25, 2025

আবারও মারিশদায় দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, সুস্থ রয়েছেন বিরোধী দলনেতা

Date:

Share post:

আবারও দুর্ঘটনার (Accident) কবলে পড়লো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়(Convoy)। সোমবার মারিশদা থানা এলাকায় (Marishda Police Station) দুর্ঘটনার মুখে পড়ে শুভেন্দুর কনভয়ে থাকা একটি গাড়ি। এদিন দিঘাগামী একটি লরি তাঁর কনভয়ের সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল শুভেন্দুর গাড়িটি। সেইসময় মারিশদার বেতালিয়ার কাছে ঘটে যায় দুর্ঘটনা। অন্যদিকে ঘাতক লরিটি দিঘার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। যদিও শুভেন্দু অধিকারী সুস্থই আছেন বলে খবর। ট্রাকের চালককে (Truck Driver) আটক (Detained) করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করেছে পুলিশ। তবে দুর্ঘটনার জেরে বিরোধী দলনেতার দু’জন নিরাপত্তারক্ষী(Security Personnel) আহত (Injured) হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও দুর্ঘটনার মুখে পড়েছিল শুভেন্দুর গাড়ি। এই মারিশদা এলাকাতেই গত ১ জুলাই বিরোধী দলনেতার কনভয়ে থাকা একটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে।

এদিন দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক (National Highway) দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার দিকে আসছিল শুভেন্দুর কনভয়। সেই সময়েই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় শুভেন্দুর কনভয়ের গাড়িটির। দুর্ঘটনার সময় গাড়িটির সামনের চাকা খুলে বেরিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পরই এলাকায় যানজটের সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার জন্য শুভেন্দুকেই দায়ী করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে অনেক নেতা-মন্ত্রী-বিধায়করা যান, তবে কখনও তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন না। কিন্তু, এই নিয়ে শুভেন্দু তিনবার দুর্ঘটনার কবলে পড়লেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনায় লরি চালকের কোনও দোষ নেই। কনভয়ে থাকা গাড়িগুলির গতি খুবই বেশি ছিল। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। কনভয়ে থাকা গাড়িটিই গিয়ে লরিতে ধাক্কা মারে। পরে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- একাধিক ‘জনবিরোধী’ ইস্যুতে ফের বিজেপিকে আক্রমণ সাংসদ বরুণ গান্ধীর


spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...