Sunday, August 24, 2025

অমিত শাহের জুতো হাতে বিজেপি রাজ্য সভাপতি, তেলেঙ্গানার ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

Date:

Share post:

হাতে করে স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহের (Amit Shah) জুতো এগিয়ে দিচ্ছেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি (Telengana BJP President) বান্দি সঞ্জয় কুমার (Bandi Sanjay Kumar)। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media)। সেকেন্দ্রাবাদের (Secunderabad) উজ্জয়িনী মহাকালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অমিত শাহ। মন্দিরের বাইরে খুলে রাখা ছিল জুতো। মন্দির থেকে বেরনোর পর স্বরাষ্ট্রমন্ত্রীর জোড়া জুতো তেলেঙ্গানার বিজেপি সভাপতি হাতে করে নিয়ে এলেন অমিত শাহের পায়ের কাছে। ঘটনার পরই একের পর এক তীব্র নিন্দা ধেয়ে আসে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তেলেঙ্গানার বিজেপি সভাপতি তথা রাজ্যের গেরুয়া শিবিরকে একহাত নেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির একাধিক নেতা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বান্দি সঞ্জয় কুমার জুতো হাতে তুলে অমিত শাহের পায়ের কাছে রাখলেন। উল্লেখ্য সামনেই তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন (Telengana Assembly Election)। তার আগে অমিত শাহের সফর ছিল বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এক বিশেষ বিমানে তেলেঙ্গানা সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস নেতা রাজাগোপাল রেড্ডির (Rajagopal Reddy) বিজেপিতে যোগদান অনুষ্ঠানের জন্য সেখানে যান অমিত শাহ। তারপরই সেকেন্দ্রাবাদের ওই মন্দিরে পুজো দিতে যান শাহ। ভাইরাল ভিডিওটি রিটুইট করেছেন রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কেসিআরের ছেলে কেটি রামা রাও (KT Rama Rao)। তিনি বিজেপি সভাপতিকে ‘গুজরাটের দাস’ বলে সম্বোধন করেন। পাশাপাশি রাজ্যের বিজেপি নেতা নিজের এবং রাজ্যের আত্মসম্মান জলাঞ্জলী দিয়েছেন বলে মন্তব্য করেন কেটি রামা রাও।

অন্যদিকে টিআরএস নেতা ওয়াই সতীশ রেড্ডি (Satish Reddy) ঘটনাটিকে ‘গুলামগিরির শ্রেষ্ঠ উদাহরণ’ বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন গুজরাতি নেতাকে জুতে এগিয়ে দেওয়া কি তেলাঙ্গানার আত্মমর্যাদার প্রতিফলন? তবে অমিত শাহের জুতো এগিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হলেও এই বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


 

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...